ভালুকা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন সভাপতি কামাল-সম্পাদক সুমন
![](https://muktokantha.com.bd/wp-content/uploads/2020/08/muktokantha.png)
- আপলোড সময়: ০৮:২৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২
- / ২৭৮ বার পড়া হয়েছে
![](https://muktokantha.com.bd/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
ষ্টাফ রিপোর্টাঃ ময়মনসিংহের ভালুকা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. কামরুল হাসান পাঠান (কামাল) এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. আসাদুজ্জামান সুমন। মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে ভালুকা প্রেসক্লাবের কার্যালয়ে নির্বাচনি ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বীরেন রায়।নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. আতাউর রহমান তরফদার, এম. এ. সামাদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনিরুজ্জামান মনির, কোষাধ্যক্ষ পদে মো. রফিকুল ইসলাম, দফতর সম্পাদক পদে মো. আবুল বাশার শেখ, সাহিত্য ও প্রঃ সম্পাদক পদে আফরোজা আক্তার জবা ও ক্রীড়া সম্পাদক মো. কামরুল আরেফিন। কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. রফিকুল ইসলাম রফিক, মো. মোখলেছুর রহমান মনির, মো. শাহাব উদ্দিন ও মো. হাদিকুর রহমান হাদিস। এদিকে, গত ৭ জানুয়ারি সভাপতি পদে মো. কামরুল হাসান পাঠান (কামাল) পেয়েছেন ১৯ ভোট ও এম. এ. মালেক খান উজ্জ্বল পেয়েছেন ১৯ ভোট। অর্থাৎ তারা পেয়েছেন সমান ভোট। পরবর্তীতে সভাপতি পদে পুনরায় মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকাল ৩টা ৩০মিনিটে থেকে ৪টা ৩০মিনিটে পর্যন্ত ভালুকা প্রেসক্লাবের কার্যালয়ে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ২৩ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. কামরুল হাসান পাঠান (কামাল)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম. এ. মালেক খান উজ্জ্বল পেয়েছেন ২২ ভোট। এ নির্বাচনে ৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।