পরিবেশ রক্ষার্থে জবর দখলকৃত বনভূমি উদ্ধারসহ সবুজ বনায়ন বৃদ্ধি করা হবে … বনমন্ত্রী
- আপলোড সময়: ০৯:২৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২
- / ৩৫৫ বার পড়া হয়েছে
ষ্টাফ রিপোর্টারঃ জলবায়ূ ও পরিবেশ রক্ষার্থে ও জবরদখলকৃত বনভূমি উদ্ধার সবুজ বনায়ন বৃদ্ধি করা হবে। ইতোমধ্যে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে এবং কয়েকদিনের মধ্যেই তার কার্যক্রম শুরু করা হবে।শনিবার সকালে ময়মনসিংহের ভালুকায় উপজেলার হবিরবাড়ি ভালুকা জোনের সহকারী বন সংরক্ষকের কার্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধনকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন (এমপি) এসব কথা বলেন।এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, বন সংরক্ষক (সিএফ) মনিরুল ইসলাম,ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিভাগীয় বন কর্মকর্তা ময়মনসিংহ বন বিভাগ এ কে এম রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মাজফুজা খাতুন, সহকারী বন সংরক্ষক (ভালুকা অঞ্চল) আবু ইউসুফ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল বাকীউল বারী, রেঞ্জ কর্মকর্তা মো. মহিউদ্দিন, ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল ইসলাম, হবিরবাড়ি বিট কর্মকর্তা আবু হাসেম চৌধুরী ও অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল ইসলাম বিএসসি প্রমুখ।