শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ৪নং দাউদখালী ইউনিয়নের নৌকা প্রার্থীর সমর্থক কর্তৃক জাতীয় পার্টির প্রার্থীর প্রচার মাইক, ব্যাটারী ও মেমোরি কার্ড ভাংচুর এবং কর্মীদের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন লাঙ্গল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ মোঃ সেকান্দার আলী খান। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় ডাকবাংলোতে এ সংবাদ সম্মেল অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ২৭ ডিসেম্বর সোমবার প্রতিদ্ব›দ্বী নৌকা প্রতীকের প্রার্থী ফজলুল হক খান রাহাতের কর্মী সমর্থকরা তার প্রচার মাইক, ব্যাটারী ও মেমোরি কার্ড ভাংচুর এবং কর্মীদের ওপর হামলা চালায় এবং জীবন নাশের হুমকি দেয়। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি আরো বলেন, নৌকা প্রার্থীর কর্মীরা তার কর্মীদের প্রচারে বাঁধা প্রদানসহ নির্বাচনী কেন্দ্রে যেতে দিবেনা এবং ভোট কেটে নিবে বলেও হুমকি দিচ্ছে। বর্তমানে তিনি তার কর্মীদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভূগছেন।
সংবাদ সম্মেলনে উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলুল হক, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি মোঃ মিজানুর রহমান দুলাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম টুকু ও সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাবিźর মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.