মোহাম্মদ সেলিম,ত্রিশাল থেকেঃ- ময়মনসিংহের ত্রিশালে ইউপি নির্বাচনে স্থগিত হওয়া কেন্দ্রের নির্বাচন বৃহস্পতিবার( ৩০ডিসেম্বর ) অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৮ টা থেকে বিরামহীন ভাবে একটানা বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে । ভোট চলাকালীন সময়ে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ঘটেনি। রেকর্ড সংখ্যক ভোট পেয়ে
চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আপেল মাহমুদ।
রামপুর ইউনিয়নের কাকচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীক নিয়ে আপেল মাহমুদ পেয়েছেন ২ হাজার ৪০৩ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন আব্দুল মবিন রঞ্জু । এই কেন্দ্রটি নৌকার মনোনীত প্রার্থী আপেল মাহমুদের নিজ কেন্দ্র হওয়ায় জনগন ঐক্যবদ্ধ থাকাই স্বতন্ত্র প্রার্থী আব্দুল মবিন রঞ্জু এই কেন্দ্রের সুবিধা করতে পারেনি। তিনি এই কেন্দ্রে ১১ টি ভোট পেয়েছেন ।
এই স্থগিত কেন্দ্রের ভোটসহ নৌকার প্রার্থী মোট ভোট পেয়েছেন ৫ হাজার ৫৪৮ ভোট, চশমার প্রার্থী পেয়েছে ৪ হাজার ৬৯৮ ভোট, মোটরসাইকেলের প্রার্থী পেয়েছে ৪ হাজার ৩০৫ ভোট ও আনারসের প্রার্থী পেয়েছে ৩ হাজার ৫৩০ ভোট।
এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৯৮২ জন। মোট বৈধ ভোট পড়েছে ২ হাজার ৪১৪ টি।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.