মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
ভালুকায় বাদীকে হুমকি দিয়ে প্রকাশ্যে ঘুরছে আসামি ‘নিশ্চুপ’ পুলিশ নেত্রকোণায় বাংলাদেশ ক্বওমী ব্লাড ডোনার পরিষদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দার্জিলিং কবিতা উৎসবে অংশগ্রহন করছেন—-আতিকুল ইসলাম জাকারিয়া ভালুকায় স্থানীয় সরকার দিবস পালিত ভালুকায় মাদক বাল্যবিবাহ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত আমি বাচঁতে চাই……………………. ক্যান্সারে আক্রান্ত শিক্ষার্থী হাসানের আকুতি !! ভালুকায় ট্রাফিক পুলিশের পথসভা ও লিফলেট বিতরণ ভালুকায় মেজর আফসারের ৩০তম মৃত্যু বাষির্কী পালিত বিএনপির আহবায়ক ডাক্তার লিটনের বিরোদ্ধে ত্রিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ভালুকায় ২৫০জন বিএনপি নেতা-কর্মীর নামে মামলা, গ্রেপ্তার ৯

ভালুকায় মাটি ফেলে সরকারী খাল ভরাটের অভিযোগ

  • আপডেট টাইম : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১, ৭.১০ এএম
  • ১৬৮ বার পাঠিত

ষ্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের ভালুকায় একটি প্রভাবশালী মহল কর্তৃক মাটি ফেলে সরকারী খাল ভরাট করে জমি জবর দখলের অভিযোগ উঠেছে।

এলাকাবাসীর অভিযোগ ডাকাতিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামের তাহের আলীর ছেলে আব্দুল আজিজ ও তার ভাতিজা আঃ মালেক মিলে মল্লিকবাড়ী-আউলিয়ারচালা সড়কের সোনাখালী অংশে জোঁকাদারা পাকা সেতুর নীচে খালের উপর মাটি ভরাট করে সরকারী জমি দখল করে নিচ্ছে। মাটি ভরাটের ফলে উইং ওয়াল মাটিচাপা পরায় সেতুটি ঝুকিপুর্ণ হয়ে পরেছে। অপরদিকে মাটিফেলে খাল ভরাট করায় বর্ষা এলে উভয় দিকের গ্রাম ও ফসলি জমিতে জলবদ্ধতা সৃষ্টি হয়ে ফসলের ক্ষতি সাধন হওয়ার আশংকা করছে এলাকাবাসী। তাছারা খাল ভরাট হওয়ার কারনে আবাদী জমিতে সেচ ব্যবস্থা ব্যহত হবে বলে এলাকার চাষীরা জানান। এ ব্যাপারে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা আঞ্চলিক শাখার সদস্য সচিব কামরুল হাসান পাঠান কামাল জানান “ এক শ্রেণীর ভূমি ব্যবসায়ী বেশী মুনাফার লোভে জলাশয়, ফসলি জমি, খাল বিল ভরাট করে নিয়ম বর্হিভূত ভাবে সরকারী নির্দেশ অমান্য করে জমির শ্রেণী পরিবর্তণ করে চলেছে যা পরিবেশ ও জীবনযাত্রায় বিরুপ প্রতিক্রিয়া ফেলবে,ভালুকায় দখল ও ভরাট হওয়া প্রায় ৩০ টির মত খাল উদ্ধারের জন্য বাপার উদ্যোগে এলাকাবাসীর অংশ গ্রহনে মানব বন্ধন ও স্বারক লিপি প্রদান করা হয়েছে”। এ ব্যাপারে আব্দুল আজিজ জানান খালে মাটি ভরাটের কাজটি তার নয় খালের পাশে নিজস্ব জমিতে মাটি ফেলছেন তার ভাতিজা আঃ মালেক। তবে কিছু মাটি গড়িয়ে খালের জমিতে পরেছে।
এলাকাবাসীর দাবী দীর্ঘদিনের পুরানো খালটি উদ্ধার ও জলাব্ধতা নিরশনে সরকারের সংশ্লিষ্ট বিভাগ অবিলম্বে সরজমিন তদন্ত পূর্বক ব্যবস্থা নিবেন।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

আরো পড়ুন.....

greenaronno.com

themes052459
© All rights reserved © 2018 মুক্তকণ্ঠ
Theme Download From Bangla Webs