ভালুকায় অবৈধ ইটভাটায় পুরছে কাঠ দেখার কেউ নেই
- আপলোড সময়: ০৭:৫১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
- / ২৫২ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহে ভালুকার বিভিন্ন এলাকার লোকালয়ে অনুমোদন বিহীন প্রায় ১০/১২টি ইটভাটায় পরিবেশ আইন অমান্য করে কাঠ পুরানোর ফলে বৃক্ষ শুন্য হয়ে এলাকার পরিবেশ ও ফসলের ক্ষতি হলেও অজ্ঞাত কারনে নজরদারি নেই প্রশাসনের। পাশাপাশি ইটভাটা হতে ক্রমাগত ধূয়া চারিদিকে ছড়ানোর ফলে কৃষকের ফল ফসলের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়। বৃহস্পতিবার সরজমিন উপজেলার ভরাডোবা ইউনিয়নের নারাঙ্গী পাড়া মিরাজ ইটভাটায় গিয়ে দেখা যায় দেদারছে কাঠ পুরানো হচ্ছে। ভাটার চিমনি হতে লোকালয়ে ছড়িয়ে পরছে ছাই মিশ্রিত ধূয়া। একই দিন ধলিয়া পলাশতলী গ্রামে গেলে চোখে পরে তিনটি ইট ভাটায় পুরানো হচ্ছে কাঠ। ভাটা সংলগś বাসিন্দা কৃষক সহিদ পাঠান জানান লাকড়ি পুরানোর সময় ইট ভাটা হতে নির্গত ধূয়ায় এলাকা ছেয়ে যায়। এসব ধূয়ার কারনে তাদের গাছের ফল খেতের ফসল সব নষ্ট হয়ে যায়। ছেলে মেয়েরা বিভিনś রোগ ব্যাধিতে আক্রান্ত হয়।
সচেতন মহল মনে করেন অনবরত ফসলী জমির টপ সয়েল কেটে নিয়ে ইট তৈরীর কাচা মাল হিসেবে ব্যবহার করায় জমির উর্বরতা শক্তি হ্রাস পেয়ে ফসল উৎপাদন কমে যাচ্ছে। ইট প্রস্তুতি ও ভাটা স্থাপন আইন ২০১৩ যা ১জুলাই ২০১৪ হতে কার্যকর এ বলা হয়েছে পরিবেশ ও জীব বৈচিত্র সংরক্ষণ, উন্নয়নের স্বার্থে আধুনিক প্রযুক্তির ইটভাটা অর্থাৎ জিগজাগ ক্লিন, হাইব্রিড হফম্যান ক্লিন, ভাটিকেল সফটক্লিন বা অনুরুপ উন্নত প্রযুক্তির ইটভাটা স্থাপন করতে হবে। এ ছারা আবাসিক, জনবসতিপুর্ণ সংরক্ষিত বনভূমি এলাকায় ইটভাটা স্থাপন করা যাবেনা। বনাঞ্চল হতে কমপক্ষে ২ কিলোমিটার দুরে ভাটা স্থাপন করতে হবে। পরিবেশ অধিদপ্তরের ছারপত্র, জেলা প্রশাসনের অনুমোদন ও লাইসেন্স ব্যতিত ইটভাটা স্থাপন করা যাবেনা। এসব নিয়ম অমান্যকারীর বিরুদ্ধে জেল জরিমানার বিধান থাকলেও অজ্ঞাত কারনে বছরের পর বছর অনিয়মকেই পুঁজি করে ভাটা মালিকরা বীর দর্পে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেছে ভালুকার খারুয়ালী, ভরাডোবা, মেদিলা, ভান্ডাব, মেদুয়ারী, রাংচাপড়া, বিরুনিয়া, ধলিয়া পলাশতলী, শান্তিগঞ্জ, চান্দরাটি ও উড়াহাটি এলাকায় ১০/১২ টির মত ইটভাটা রয়েছে যে গুলির একটিরও পরিবেশ অধিদপ্তরের ছারপত্র নেই। নাম প্রকাশে অনিচ্ছুক অনেক ভাটা মালিক জানান ভাটা মালিক সমিতি কর্তৃপক্ষের মাধ্যমে বিভিন্ন মহলকে ম্যানেজ করেই তারা ছারপত্র বিহিন ইটভাটা চালাচ্ছেন বছরের পর বছর।