শাকিল আহমেদ পিরোজপুর প্রতিনিধিঃ “আপনার অধিকার, আপনার দায়িত্ব” দুর্ণীতিকে না বলুন-এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় বৃহস্পতিবার আন্তর্জাতিক দুর্নীতি দিবস-২০২১ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঠবাড়িয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার সম্মূখ সড়কে মানববন্ধন ও সমাবেশ করেন।
পরে সরকারি হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয় সভাকক্ষে দুর্নীতি প্রতিরোধে করনীয় সম্পর্কে সংগঠনটির সহ সভাপতি প্রধান শিক্ষক রুহুল আমিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আজীম উল হক, অধ্যক্ষ আলমগীর হোসেন খান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস ইসলাম, প্রেসক্লাব সভাপতি মো. জাহিদ উদ্দিন পলাশ, সাংবাদিক আব্দুস সালাম আজাদী, মজিবর রহমান, মিজানুর রহমান মিজু, আবুল কালাম আজাদ, সংগঠনটির সাধারণ সম্পাদক সামসুল আহসান খোকা, সদস্য আব্দুল কুদ্দস প্রমুখ।
বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতি বন্ধে ও ডিজিটাল বাংলা গড়ার লক্ষে নিরলস ভাবে কাজ করছেন। তার পরেও এক শ্রেণীর দুর্নীতিবাদ দুর্নীতি করছে যাচ্ছে। তাদেরকে উৎখাৎ করতে হলে আমাদের সকলকে সচেষ্ট থাকতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.