রবিবার, ০৫ মে ২০২৪, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভালুকায় জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালিত ভালুকায় মে দিবস উপলক্ষে মটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়নের র‌্যালী শিল্পবান্ধব স্মার্ট ভালুকা গড়ে তুলতে চান ————- ড. মামুদুল হাসান বৃষ্টির জন্য ভালুকায় ইস্তিসকার নামাজ আদায় ভালুকায় কলেজ পড়ুয়া ছেলের হাতে শিক্ষক বাবা খুন ভালুকায় ড্রাইভার ও পথচারীদের মাঝে খাবার স্যালাইন বিতরণ ভালুকায় ইউপি চেয়ারম্যানের বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ভালুকায় টাকার বিনিময়ে ইউনিয়ন তাঁতী লীগের কমিটি দেওয়ার অভিযোগ ভালুকায় ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি প্রার্থী সাদিকের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালিত ভালুকায় ল্যান্ডমার্ক সিটি পার্টি সেন্টার উদ্বোধন

কাঁধে অস্ত্র, হাতে ট্রেজারির চাবি আর বুকে শিশু বাচ্চা নিয়ে দায়িত্ব পালনে নারী পুলিশ সদস্য

  • আপডেট টাইম : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১, ৪.২৩ এএম
  • ১৭৪ বার পাঠিত

বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা মডেল থানায় কাঁধে অস্ত্র, হাতে ট্রেজারির চাবি আর বুকে শিশু বাচ্চা নিয়ে দায়িত্ব পালন করছেন এক নারী পুলিশ সদস্য, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে দুদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। তবুও থেমে নেই জীবন-জীবিকা। এমন দিনে থানায় দায়িত্ব পালন করছেন এক নারী পুলিশ সদস্য। শুধু দায়িত্বই পালন করছেন তা কিন্তু নয়, একইসঙ্গে পালন করছেন মায়ের দায়িত্ব। রাইফেল কাঁধে রেখেই পরম মমতায় বুকে আগলে রেখেছেন শিশুসন্তানকে।ময়মনসিংহের ভালুকা থানার এমন দৃশ্যের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা ইসলাম। যেখানে নেটিজেনরা নারীদের দায়িত্ববোধের প্রশংসা ও শ্রদ্ধা জানিয়ে মন্তব্য করছেন। ইউএনও ভালুকা নামে ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসটিতে সালমা ইসলাম লেখেন, ‘সকালে এইচএসসি পরীক্ষার প্রশ্ন দিতে ভালুকা মডেল থানায় গিয়ে অন্যরকম দৃশ্য চোখে পড়ল। এক নারী পুলিশ সদস্য তার আট মাসের সন্তানকে বুকে আগলে রেখেছেন। এমনিতেই শীতকাল, তার ওপর গতকাল থেকে ঝুম বৃষ্টি হচ্ছে। সেজন্য শিশুটিও মায়ের উষ্ণ কোলের মধ্যে গুটিসুটি মেরে জড়িয়ে আছে। ছবিটি ফেসবুকে দেওয়ার কারণ একটাই। সেটা হলো সবাই দেখুক যে কাঁধে অস্ত্র, হাতে ট্রেজারির চাবি আর বুকে বাচ্চা নিয়ে সমানভাবে দায়িত্ব পালন করা কেবলমাত্র একজন নারীর পক্ষেই সম্ভব।’স্ট্যাটাস দেওয়ার এক ঘণ্টার মধ্যেই তাতে মন্তব্য লিখেছেন শতাধিক ফেসবুক ব্যবহারকারী। সেখানে মাহমুদা সুলতানা নামে এক নারী লিখেছেন, ‘এজন্যই তো নারীরা সব কাজে সমান দায়িত্ব শুধু নয়, একনিষ্ঠভাবে কাজ করে পুরুষের সমকক্ষ হয়ে। অনেক ক্ষেত্রে পুরুষের চেয়ে বেশি সফলতা অর্জন করে। একজন নারী তার জীবন চলার পথে জীবনযুদ্ধে লড়াই করে টিকে থাকে।’ মোস্তাফিজুর রহমান শাওন লিখেছেন, ‘স্যালুট এই মাকে। প্রায় সব চাকরিজীবী মাকেই এমন সংগ্রাম করে এগিয়ে যেতে হচ্ছে। মায়ের জন্য দোয়া। ’কামরুľামান পিন্টু নামে একজন লিখেছেন, ‘মায়ের তুলনা শুধুই মা। তিনি হচ্ছেন একজন মমতাময়ী মা। আল্লাহ তায়ালা পৃথিবীর সব মাকে ভালো রাখুক।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

আরো পড়ুন.....

greenaronno.com

themes052459
© All rights reserved © 2018 মুক্তকণ্ঠ
Theme Download From Bangla Webs