মঠবাড়িয়ায় মসজিদের পাওনা টাকা চাওয়ায় শিক্ষক লাঞ্ছিত
- আপলোড সময়: ১০:৫৬:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
- / ২২৬ বার পড়া হয়েছে
শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় মসজিদ উনśয়নের পাওনা টাকা চাওয়ায় আল আমিন খান নামে এক স্কুল শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে প্রতিপক্ষ আবুল কালাম ভুট্টো ও তার দলবল। আহত স্কুল শিক্ষক উপজেলার পশ্চিম মিঠাখালী গ্রামের আঃ খালেক খানের পুত্র ও বামনার জাফ্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ের কারিগরি শাখার সহকারী শিক্ষক। পরে আহত স্কুল শিক্ষক একটি বেসরকারী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।
আহত স্কুল শিক্ষক ও স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার পশ্চিম মিঠাখালী গ্রামের মৌলভী হেলাল উদ্দীন খান বাড়ি জামে মসজিদ উনśয়নে পিরোজপুর জেলা পরিষদ থেকে এক লাখ টাকা বরাদ্দ দেয়। এতে স্থানীয়রা ওই স্কুল শিক্ষকে সিপিপিসি সভাপতি করে মসজিদ সংলগś পুকুরে ঘাটলা নির্মাণ কাজ শুরু করেন। জেলা পরিষদের বরাদ্দকৃত টাকায় ঘাটলা নির্মাণ কাজ সমাপ্ত না হওয়ায় প্রতিপক্ষ আবুল কালাম ভুট্টোর কাছে মসজিদ ফান্ডের উনśয়নের রক্ষিত টাকা চান। এতে আবুল কালাম প্রথমে টাকা দেওয়ার কথা স্বীকার করলেও পরবর্তীতে আজ-কাল দেব বলে ঘুরাইতে থাকে। এনিয়ে মঙ্গলবার স্কুল শিক্ষক আল আমিন খান ও আবুল কালাম ভূট্টোর সাথে কথা কাটাকাটির একপর্যায়ে স্কুল শিক্ষককে ভূট্টো ও তার দুই ছেলে লিয়ান ও রিয়াজ কিল, ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।
ওই এলাকার সাবেক ইউ,পি সদস্য আঃ মালেক খান জানান, মসজিদ উনśয়ন খাতের ৫ হাজার টাকা ভূট্টোর কাছে রক্ষিত আছে। উক্ত টাকা চাইতে গেলে সে তার ছেলেদের নিয়ে শিক্ষক আল আমিনের উপর হামলা চালায়।