সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধে ব্যবহৃত ট্যাংক ও হাউটজার ফেরত দিল ভারত

দৈনিক মুক্তকণ্ঠ
- আপলোড সময়: ০৯:১৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
- / ২৯০ বার পড়া হয়েছে

ফারুক হাসান,বেনাপোল প্রতিনিধিঃ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর ব্যবহৃত একটি টি-৫৫ ট্যাংক এবং ৭৫/২৪ মিলিমিটার মাউন্টেন হাউটজার গান উপহার হিসেবে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারত সরকার।(০৭ ডিসেম্বর) মঙ্গলবার সকালে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী কাছে এসব উপহার হস্তান্তর করা হয়। এ সময় বাংলাদেশের পক্ষে কর্নেল আশরাফ এবং ভারতের পক্ষে কর্নেল বিতিয়ন উপস্থিত ছিলেন।ট্যাংকটি বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের কাছে এবং ৭৫/২৪ মিলিমিটার মাউন্টেন হাউটজার গানটি সিওডি, ঢাকা সেনানিবাসে হস্তান্তর করা হবে বলে জানা যায়। এসব তথ্য নিশ্চিত করে কর্নেল আশরাফ জানান, ট্যাংক এবং হাউটজার গান বেনাপোল স্থল বন্দর হয়ে যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত¡াবধানে যথাক্রমে ঢাকার শাহবাগে বাংলাদেশ জাদুঘরে এবং সিওডি, ঢাকা সেনানিবাসে পৌঁছানো হবে।
ট্যাগস :