শনিবার, ১১ মে ২০২৪, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভালুকা উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন যারা ভালুকায় পরকিয়া সন্দেহে স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে স্বামী ভালুকায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার,পাষণ্ড স্বামী পলাতক আটক-৩ ভালুকায় কারখানা শ্রমিকদের মহাসড়ক অবরোধ, দুই ঘন্টা যানচলাচল বন্ধ চরম ভোগান্তিতে দূরপাল্লার যাত্রী সাধারণ ভালুকায় নাতির হাতে দাদি খুন আটক-৩ ভালুকায় জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালিত ভালুকায় মে দিবস উপলক্ষে মটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়নের র‌্যালী শিল্পবান্ধব স্মার্ট ভালুকা গড়ে তুলতে চান ————- ড. মামুদুল হাসান বৃষ্টির জন্য ভালুকায় ইস্তিসকার নামাজ আদায় ভালুকায় কলেজ পড়ুয়া ছেলের হাতে শিক্ষক বাবা খুন

মঠবাড়িয়ায় ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে আমন ফসলের ব্যপক ক্ষতির আশংকা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১, ৯.১০ পিএম
  • ২৩৪ বার পাঠিত

শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সৃষ্ট নিন্মচাপের বৃষ্টিতে আমন ফসলের ব্যপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে উপজেলার ১১ ইউনিয়নের আধাপাকা ক্ষেতের ধান হেলে পড়েছে। জাওয়াদের প্রভাবে টানা তিন দিন গুড়ি গুড়ি বৃষ্টি ও সোমবার দিনভর ভারী বর্ষনে একরে পর একর আমন ধানের ক্ষেত হেলে পড়েছে। এছাড়া শীতকালিন সবজি ক্ষেত জলমগ্ন হয়ে ফসলের ব্যাপক ক্ষতি আশংকা দেখা দিয়েছে। এ বছর মঠবাড়িয়া উপকূলীয় অঞ্চলের আমন ধানের বাম্পার ফলনের আশা করেছিলেন কৃষকরা। বৈরী আবহাওয়া বিরাজ করায় মাঠের আধাপাকা ধান নিয়ে কৃষকরা এখন চিন্তিত হয়ে পড়েছেন।

উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানাগেছে, এ বছর উপজেলার ১১ ইউনিয়নে ২২ হাজার হেক্টর জমিতে আমন ও ৩৫০ হেক্টর জমিতে শীতকালীন শাক-সবজির আবাদ করা হয়েছে। মাঠের ধান কেবল সোনা রঙ ধরতে শুরু করেছে। মাঠভরা সোনালী ধানের ফলন আগামী ১৫দিনের মধ্যেই কৃষকরা তাদের উৎপাদিত ফসল কেটে ঘরে তোলার অপেক্ষায় ছিলেন। কিন্তু হঠাৎ করে জাওয়াদের কারণে বৈরী আবহাওয়া ও বৃষ্টিপাতে ধান ক্ষেত নেতিয়ে পড়ায় ব্যাপক ফসলহানীর আশংকায় কৃষকের মুখ এখন মলিন।
উপজেলার বেতমোড় রাজপাড়া গ্রামের কৃষক মো. হারুন জানান, এবছর তারা আমন ধানে বাম্পার ফলনের আশা করেছিলেন। কিন্তু আকস্মিক ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি হওয়ায় ধান গাছগুলো হেলে পড়ে অর্ধেক ধান পচে চিটা হয়ে যাওয়ার আশংঙ্কা রয়েছে।
উপজেলার বড়মাছুয়া গ্রামের মো.বশির হোসেন বলেন, এবার আমন ধানের তো বাম্পার ফলন ফলাইছিলাম। কিন্তু হঠাৎ ঝড়-বৃষ্টিতে মাঠ লন্ডভন্ড এখন। আধাপাকা ধানের গাছ হেলে পড়েছে। কোথাও নিচু মাঠে জলাবদ্ধতা দেখা দিয়েছে। দ্রুত রোদ না উঠলে মাঠের আধাপাকা ধান পচে নষ্ট হবে।
জরিপেরচ গ্রামের আঃ কুদ্দুস হাওলাদার জানান, তার একর জমির আমন ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। তাছাড়া সবজি ক্ষেতেরও ব্যপক ক্ষতি হয়েছে।
মঠবাড়িয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো.শওকাত হোসেন বলেন, হঠাৎ বৈরী আবহাওয়ায় আমন ধানের কিছুটা ক্ষতির আশংঙ্কা রয়েছে। কি পরিমান ক্ষতি হবে তা নিরুপণ করতে দুই একদিন সময় লাগবে। এবছর আমন ধানের বাম্পার ফলনের আশা । দুই একদিনের মধ্যে আবহাওয়ার উন্নতি হলে, রোদ উঠলে ক্ষতির পরিমান কমবে।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

আরো পড়ুন.....

greenaronno.com

themes052459
© All rights reserved © 2018 মুক্তকণ্ঠ
Theme Download From Bangla Webs