বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০২:৫৭ পূর্বাহ্ন

মঠবাড়িয়ায় নৌকার চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ

  • আপডেট টাইম : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১, ৯.৪৯ এএম
  • ১২৫ বার পাঠিত

শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৬ নং টিকিকাটা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড কর্তৃক পুনরায় নৌকার প্রার্থী রফিকুল ইসলাম রিপন জমাদ্দারের বিরুদ্ধে একটি পক্ষ মিথ্যা অপপ্রচার করে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন। তিনি জানান, উপজেলার বাইশকুড়ায় বঙ্গবন্ধুর ছবি ভাংচুরের অভিযোগে একটি বিতর্কিত মামলায় রাজনৈতিক গ্রুপিং এর কারণে তাকে আসামি করা হয়। মূলত ওই মামলায় তার কোনো সম্পৃক্ততা না থাকায় আদালত থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে। এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রিপন জমাদ্দার মুঠোফোনে আরো বলেন, আমি চেয়ারম্যান হিসেবে এলাকায় ব্যাপক কাজ করেছি। করোনায় সরকারি বরাদ্দের পাশাপাশি আমি ব্যক্তিগত ভাবে এলাকাবাসীর মাঝে সাধ্যমত সহায়তা দিয়ে আসছি। দল গোপনে আমার নির্বাচনী এলাকায় তদন্ত করে আমার দলীয় কর্মকান্ড ও উন্নয়ন মূলক কাজবাজ দেখে আবারও আমাকে মনোনয়ন দিয়েছেন। আওয়ামীলীগ একটি সর্ববৃহৎ রাজনৈতিক দল। এখানে একটি ইউনিয়নে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকতে পারেন। মনোনয়ন একজনই পাবেন। কিন্তু মনোনয়ন না পেয়ে একটি পক্ষ আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ছড়াচ্ছে। আমার বিরুদ্ধে টিকিকাটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহাদাৎ হোসেন মেম্বারের আপন ছোট ভাই পান্না আকনকে দিয়ে একটি পক্ষ মিথ্যা মামলা দিতে বাধ্য করেছিলেন। মামলায় আমার কোনো সম্পৃক্ততা না পাওয়ায় বিজ্ঞ আদালত আমার নাম বাদ দিয়েছেন। রাজনৈতিক প্রতিপক্ষরা আমাকে হয়রানি ও হেয় প্রতিপন্ন করার জন্য এই মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

আরো পড়ুন.....

greenaronno.com

themes052459
© All rights reserved © 2018 মুক্তকণ্ঠ
Theme Download From Bangla Webs