প্রকাশিত সংবাদের প্রতিবাদ

- আপলোড সময়: ০১:২৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
- / ৪৮১ বার পড়া হয়েছে

বিজ্ঞপ্তিঃ- গত ২৩/১১/২০২১ ইং তারিখে একটি জাতীয় দৈনিকের অনলাইনে“ভালুকায় জাল দলিলের মাধ্যমে জালিয়াতির অভিযোগ”শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। প্রকৃত সত্য হলো আমার সৎ ভাই নজরুল ইসলাম দীর্ঘদিন যাবৎ আমার সত্ত্বদখলীয় প্রায় দুই একর জমি জোরপূর্বক জবর দখলের পায়তারা করে আসছে। সে জমি সংক্রান্ত বিষয়ে উপজেলা চেয়ারম্যান কর্তৃক একাধিক সালিশী প্রতিবেদন এবং উপজেলা ভাইস চেয়ারম্যান এর মাধ্যমে গত ১৩/০৬/২০২১ ইং তারিখে জাল দলিলের অভিযোগ সংক্রান্ত বিষয় সহ আমার প্রায় দুই একর জমির মালিকানা সত্ত্বদখলীয় সঠিক থাকার বিষয় লিখিত ভাবে আপোষ মিমাংশার মাধ্যমে নিষ্পত্তির পরও সে তথ্য গোপন করে তার ব্যক্তিগত সার্থ হাসিলের জন্য প্রতিহিংসা পরায়ন হয়ে সামাজিক ভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার অসৎ উদ্দেশ্যে বিভিন্ন পায়তারা করে আসছে। আমি উক্ত সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
নিবেদকঃ
আজহারুল ইসলাম ইলিয়াস
গ্রামঃ বগাজান,
উপজেলা ভালুকা,জেলা ময়মনসিংহ।