ত্রিশালে নির্বাচনে পরাজিত হয়ে বিজয়ী প্রার্থীর কর্মীদের ওপর হামলা ও ভাঙচুর
- আপলোড সময়: ১১:৫৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১
- / ২৪৭ বার পড়া হয়েছে
মোহাম্মদ সেলিম,ত্রিশাল থেকেঃ গতকাল রবিবার অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদ এর নির্বাচন। সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করেন।
এদিকে উপজেলার ১০ নং মঠবাড়ি ইউনিয়ন এর ৯ নং ওয়ার্ডের রায়মনি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মেম্বার পদে নির্বাচনে অংশগ্রহণ করা তালা প্রতীকের প্রার্থী শেখ নাজমুল হুদা নির্বাচনে হেরে গিয়ে বিজয়ী প্রার্থীর সমর্থক ও ভোট কেন্দ্রে দায়িত্বরতদের সাথে অশুভ আচরণ করার অভিযোগ উঠেছে। এ সময় নাজমুল হুদা লোকজন ভোট কেন্দ্রে দায়িত্বরত এজেন্টদের জিম্মি করে রাখে।
জানা গেছে, মঠবাড়ি ইউনিয়ন এর ৯ নং ওয়ার্ডের মেম্বার পদে নির্বাচনে ফুটবল প্রতীকের প্রার্থী
আরিফ রাব্বানী পারভেজ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন।
ফলাফল ঘোষণার পরপরই তালা প্রতীকের প্রার্থী শেখ নাজমুল হুদা ও তার সমর্থকরা নির্বাচনে হেরে গিয়ে ভোট কেন্দ্রের আসবাবপত্র ভাঙচুর ও গাড়ি ভাঙচুর করে।
এতে বিজয়ী প্রার্থীর দুই কর্মী মারাত্মক আহত হয় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার সংবাদ শুনে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন
নির্বাচনী বিজয়ী প্রার্থী আরিফ রব্বানি পারভেজ ও তার সমর্থকদের উদ্ধার করেন। এ হামলার ঘটনায় নির্বাচনে বিজয়ী প্রার্থী আরিফ রব্বানি পারভেজ তার নির্বাচনী অফিসে সন্ধার পর সাংবাদিকদের এসব কথা জানান। এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিসহ এলাকার প্রায় ৬শতাধিক ভোটাররা উপস্থিত ছিলেন।