সংবাদ শিরোনাম :
নন্দপুত্রের অপেক্ষায়
দৈনিক মুক্তকণ্ঠ
- আপলোড সময়: ১১:৪২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
- / ৫২৪ বার পড়া হয়েছে

কবিঃ তুলোশী চক্রবর্তী,কোচবিহার থেকেঃ
আঁধার হলো বেলা শেষে
সূর্য্য গেলো দিগন্তে মিশে,
জ্বলছে প্রদীপ তুলসী তলায়
দামোদর মাস গোধূলি বেলায়,
আসবেন তিনি এই সময়ে
আনন্দেতে ভাবছি মনে,
আসতে যে হবেই তাকে
মেঘের আড়াল শুন্য থেকে,
আমি যে আজো প্রহর গুনি
মনের প্রশ্ন জানেন উনি।
দাঁড়িয়ে থাকি দরজা ধরে
বলবো তারে আসলে ঘরে।
হোকনা সে যেকোনো দিন
কিংবা মৃত্যুদিনের সন্ধ্যে কালিন,
সেদিনো ছিলাম আজো আছি
সেই নন্দপুত্রের অপেক্ষায়,
প্রশ্ন আমার, একা রেখে
গেলো কেনো এই ধরায়?
ট্যাগস :
















