ভালুকায় ইয়াবা সহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

- আপলোড সময়: ১১:২৯:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১
- / ২৫৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলায় ৪০০ পিছ ইয়াবা টেবলেট সহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ময়মনসিংহ ডিবি পুলিশ।
ময়মনসিংহ জেলা ডিবি পুলিশের ওসি মোঃ সফিকুল ইসলাম জানান, এসআই (নিঃ) মোঃ শামীম আল মামুন সংগীয় অফিসার ফোর্সসহ ভালুকা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। বৃহস্পতিবার (১৮নভেম্বর) রাতে ভালুকা থানাধীন ভালুকা বাসষ্ট্যান্ড থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গফরগাঁও উপজেলার ষোলহাসিয়া এলাকার মৃত আফাজ উদ্দিন খানের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ জসিম মিয়া (২৪), গফরগাঁও উপজেলার দিঘা ফকিরপাড়া এলাকার মতিন মিয়ার ছেলে কামাল মিয়া (৩০) একই এলাকার মজিবর রহমানের ছেলে বিল্লাল (২৬) গফগাঁও পাগলা থানার জয়ধরখালি নতুন বাজার এলাকার মৃত হেকিম মিয়ার ছেলে আবুল বাশার (৩৮) গফগাঁও পাগলা থানার কান্দি বেপারীপাড়া এলাকার মৃত হালিম উদ্দিনের ছেলে আব্দুল লতিফ (৫২) কে গ্রেফতার করা হয়। পরে ভালুকা থানায় একটি মাদক দিলে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।