ভালুকায় ইউএনওকে মুক্তিযোদ্ধা ও সন্তানদের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন
- আপলোড সময়: ০৯:৩৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
- / ৪৪৬ বার পড়া হয়েছে
খলিলুর রহমান: অসুস্থ্যতাজনিত কারনে ছুটিতে থাকার পর চিকিৎসা শেষে গতকালকে কর্মস্থলে যোগদান করায় ভালুকা উপজেলা নির্বাহী অফিসার ও ভালুকা উপজেলা ভালুকা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ (ভারপ্রাপ্ত) কমান্ডার সালমা খাতুনকে বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা সন্তানদের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বিল্লাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো: আফসার উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা শুক্কুর মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন পাঠান, বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আলফাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আঃ রহমান খান, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছামাদ। বীর মুক্তিযোদ্ধা সন্তানদের মঝে রফিকুল ইসলাম নান্নু, আরফিুল ইসলাম ও সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর জন্য বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা সন্তানদের উপজেলা নির্বাহী অফিসর সালমা খাতুন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় সালমা খাতুন, বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। বীর মুক্তিযোদ্ধাগণ জানান, সালমা খাতুন বরাবরই বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতি উদার ও সহানুভূতিশীল। বীর মুক্তিযোদ্ধাগণ সালমা খাতুন এর সুস্বাস্থ্য,দীর্ঘায়ূ ও সাফল্য কামনা করেন।