হিলিতে কমতে শুরু করেছে শীতকালীন সবজির দাম
- আপলোড সময়: ১১:০৯:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
- / ৪১২ বার পড়া হয়েছে
মুসা মিয়া, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ সরবরাহ বাড়ায় দিনাজপুরের হিলিতে শীতকালীন সবজির দাম কমতে শুরু করেছে। সেই সাথে কমতে শুরু করেছে অন্য সবজিরও দাম। ফলে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। আর এক সপ্তহ পর আরোও দাম কমবে বলে জানিয়েছে খুচরা-পাইকারী বিক্রেতারা। সরেজমিন ঘুরে দেখা যায়, সবচেয়ে বেশী কমেছে শিমের দাম। এক সপ্তাহ ব্যবধানে ১শ, টাকার স্থলে ৪৫ টাকা কেজি দরে শিম বিক্রি হচ্ছে। বাধাকপি ৫০ টাকার স্থলে ২৫ টাকায়, বেগুন ৪০ টাকায় পরিবর্তে ৩০ টাকায়, টমেটে ১৮০ টাকার স্থলে ১২০ টাকা, মূলা ৩০ টাকার পরিবর্তে ২০ টাকা, পটল ৬০ টাকার পরিবর্তে ৪০ টাকা। তবে গাজর ও বরবটির দাম অপরিবর্তিত রয়েছে।
হিলি বাজারের সবজী বিক্রেতা সোহেল রানা জানান, পাইকারে বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় প্রতিটি সবজি দাম প্রায় অর্ধেক নেমে এসেছে। আর কিছুদিন গেলে আরো দাম কমবে।
সবজি কিনতে আসা মোস্তাফিজুর রহমান বলেন, কয়েকদিন আগে শবাজির দাম আকায় ছোঁয়া ছিল। আজ বাজারে এসে দেখি দাম কমেছে তাই একটু বেশী করেই সবজী কিনলাম।