সংবাদ শিরোনাম :
মঠবাড়িয়ায় ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত

দৈনিক মুক্তকণ্ঠ
- আপলোড সময়: ০৯:২৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
- / ২৮৭ বার পড়া হয়েছে

শাকিল আহমেদ,পিরোজপু প্রতিনিধি : “বঙ্গ বন্ধুর দর্শন- সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্যে পিরোজপুরের মঠবাড়িয়ায় ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে পতাকা উত্তোলন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় মঠবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর পরিচালক বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, উপজেলা সমবায় কর্মকর্তা মো: এমাদুল হক, বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, মতিয়ার রহমান, সাংবাদিক মিজানুর রহমান মিজু, আ‘লীগ নেতা মিজানুর রহমান মিলন, প্রভাষক মাহাবুবুর রহমান রামীম, সমবায়ি ও আ‘লীগ নেতা সুলতান মাহমুদ, সমবায়ি শাহ আলম প্রমূখ। আলোচনা শেষে সফল ৫ জন সমবায়ি ও ১৫ টি সমিতিকে ক্রেস্ট তুলে দেয় হয়।
বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান দ্রুত স্বাবলম্বী হতে পারেন। তাই সকলকে সমবায়ের আওতাভুক্ত হবার আহ্ববান জানানো হয়।
ট্যাগস :