মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে নির্যাতনের শিকার বিএনপি আয়োজিত যুবলীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোর্শেদ ভালুকায় চাকরীর দাবিতে বেকার নারী ও যুবকদের মহাসড়ক অবরোধ ভালুকা উপজেলা বিএনপির আহবায়ক ফখরুদ্দিন আহম্মেদ বাচ্চুকে বহিষ্কার ভালুকায় ইউপি সদস্যের বিচারের দাবিতে মানববন্ধ  সালথায় বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীপুরে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কিশামত ফলিয়া গণ পাঠাগারের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী আন্দোলনে আহত শিক্ষার্থীর পাশে গাজীপুর ইউনিয়ন বিএনপি সালথা ডিজিটাল ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টার এর শুভ উদ্বোধন

মঠবাড়িয়া পৌর শহরের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত

  • আপডেট টাইম : বুধবার, ৩ নভেম্বর, ২০২১, ১১.৩১ এএম
  • ২২৮ বার পাঠিত

শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধি:পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের নিরাপত্তা নিশ্চিত ও জোরদার করতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে পৌর কর্তৃপক্ষ। মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. রফিউদ্দিন আহমেদ ফেরদৌস এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মঠবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোহাম্মদ ইব্রাহীম, সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত, অফিসার ইনচার্জ মুহাঃ নূরুল ইসলাম বাদল, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো. আরিফ উল হক, সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আজীম উল হক, প্যানেল মেয়র মঞ্জুর রহমান শিকদার, পৌর সচিব মো. হারুন অর রশিদ, কেএম লতীফ ইনষ্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান, আ‘লীগ নেতা শাকিল আহম্মেদ নওরোজ প্রমুখ।
অফিসার ইনচার্জ মুহাঃ নূরুল ইসলাম বাদল বলেন, অপরাধীরা এখন অপরাধের ধরন পাল্টিয়ে বিভিন্ন ভাবে অপরাধ করছে। ওই সকল অপরাধীদের সনাক্ত করতে আমরা সিসি ক্যামেরা ব্যবহার করবো। এতে পৌর শহরে অপরাধ প্রবণতা কমে যাবে। মঠবাড়িয়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. রফিউদ্দিন আহমেদ ফেরদৌস সিসি ক্যামেরা স্থাপন করলে ক্যামেরা নিয়ন্ত্রনাধীন এরিয়ায় সংঘটিত ঘটনা খুব সহজেই মনিটরিং করতে পারবে থানা পুলিশ। অচিরেই পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। তিনি আরও বলেন, পৌর বাসির নাগরিক সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে বৈঠকে বিভিন্ন সিন্ধান্ত নেয়া হয়েছে।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

আরো পড়ুন.....

greenaronno.com

themes052459
© All rights reserved © 2018 মুক্তকণ্ঠ
Theme Download From Bangla Webs