পাবনা প্রতিনিধিঃ অস্ত্রধারী সন্ত্রাসী ও চিহ্নিত ডাকাত আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা পাবনার ধারাবাহিক অভিযানে।
পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, বিপিএম এর নির্দেশনায় পাবনা জেলাকে অবৈধ অস্ত্র মুক্ত করার লক্ষ্য জেলা গোয়েন্দা শাখা,পাবনার অভিযানিক দল আজ ৩১ অক্টোবর পাবনার বেড়া থানার বনগ্রাম চরপাড়া গ্রামের মোঃ রওশন প্রামানিকের বাড়ির নিকটে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রধারী সন্ত্রাসী, চিহ্নিত ডাকাতকে একটি ছয় চেম্বার বিশিষ্ট রিভালভার সহ গ্রেফতার করে।