বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরুপ আইজিপি ড.বেনজির আহমেদ বিপিএম(বার) কর্তৃক এ্যাওয়ার্ড পেলেন শেফার্ড গ্রæপের জি.এম মোকলেসুর রহমান।
ময়মনসিংহ শিল্প পুলিশ-৫ এর আয়োজনে শনিবার (৩০অক্টোবর) দুপুরে পুলিশিং ডে উপলক্ষে তাকে এ্যাওয়ার্ড প্রদান করা হয়। এসময় ময়মনসিংহ শিল্প পুলিশ-৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শেফার্ড গ্রুপের জি.এম মোঃ মোকলেসুর রহমান, ওসি শহিদুল্লাহ, এনামুল হক, এস.আই নাসের,এ.এসআই সবুজ মিয়া, নাছির উদ্দিন মিনা সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।