মুসা মিয়া,হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের হাকিমপুরে আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামীলীগের দুই বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিস্কৃতরা হলেন, হাকিমপুর উপজেলার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কাওছার রহমান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহাদোৎ হোসেন সাদো। শনিবার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা জানান, জননেত্রী শেখ হাসিনার গৃহিত সীদ্ধান্ত বিরুদ্ধাচারণ করে ইউপি নির্বাচনে আওমীলীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ গ্রহণ করায় তাদের বহিস্কার করা হয়েছে।
এবং চুড়ান্ত বহিস্কারাদেশ দেওয়ার জন্য কেন্দ্রিয় কমিটিতে পত্র প্রেরণ করা হবে।