ত্রিশালে এক উদ্বোধনী অনুষ্ঠানে ইউপি নির্বাচনের তিন চেয়ারম্যান প্রার্থী
- আপলোড সময়: ০৬:৩৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১
- / ৩১৫ বার পড়া হয়েছে
মোহাম্মদ সেলিম,ত্রিশাল ময়মনসিংহ থেকেঃ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ২ নং বৈলর ইউনিয়নের রুদ্রগ্রাম দরগা বাজারে অটো বাইক মটর শ্রমিক সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে উদ্বোধনী, আলোচনা সভা ও পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে । শুক্রবার রাতে উপজেলার রুদ্র গ্রাম দরগা বাজারে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তিন শক্তিশালী চেয়ারম্যান প্রার্থী একই মঞ্চে উপস্থিত হয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন। তিন চেয়ারম্যান প্রার্থীকে একমঞ্চে দেখতে পেয়ে এলাকাবাসীরাও আনন্দিত হয়েছেন।
এ সময় বক্তব্য রাখেন বৈলর ইউনিয়ন পরিষদ নির্বাচনের আওয়ামী লীগের নৌকার দলীয় প্রার্থী মোহাম্মদ শাহজাহান কবির, স্বতন্ত্র প্রার্থী নজরুল কলেজের সাবেক ভিপি সোহেল ও স্বতন্ত্র প্রার্থী মশিহুর রহমান শাহানশাহ। বজলুর রশিদ মাস্টারের সভাপতিত্বে
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন অটো বাইক মটর শ্রমিক সমাজ কল্যাণ পরিষদের সভাপতি হেলাল উদ্দিন, সহ-সভাপতি সুমন মিয়া,সাধারন সম্পাদক আলী আকবর,কোষাদক্ষ্য সাদ্দাম হোসেন, স্থানীয় মামুনুর রশিদ, এরশাদ আলী, কামরুজ্জামান স্বপন, মনজুরুল হক মঞ্জু, আওয়ামী লীগ, ছাত্রলীগ, অটোবাইক মটর শ্রমিক নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ নির্বাচনের মেম্বার প্রার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ।
পরে আলোচনা সভা শেষে এক মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।