ষ্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ভালুকা উপজেলার আমতলী এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়কের পাশে ময়লার স্তুপে নিয়ন্ত্রণ হারিয়ে বাস চাপায় আনিস (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাত সাড়ে দশটায় এ ঘটনায় দুইজন গুরুতর আহতের খবর পাওয়া গেছে। স্থানীয় সুত্রে জানা যায় উপজেলার আমতলী এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়কের পাশে ময়লার স্তুপে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী অজ্ঞাত বাস চাপা দিলে ঘটনাস্থলে আনিস (৩০) নামে একজনের মৃত্যু হয় এবং দুইজন গুরুতর আহত হয়।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি মশিউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত আনিছ (৩০) ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়নের বাবুপুর গ্রামের আবুল কালামের ছেলে। সে রিদিশা স্পিনিং লিঃ এর শ্রমিক বলে জানাযায়।
এর আগেও এখানে মহা সড়কের পাশে এই ময়লার স্তুপের কারণে ও পরিবেশ অদিদপ্তরের খামখেয়ালী পনায় প্রায়ই দুর্ঘটনায় প্রাণহানি সহ বিভিন্ন রোগ বালাই ছড়িয়ে পড়ার ঘটনা ঘটছে।