সংবাদ শিরোনাম :
পাবনায় গোয়েন্দা পুলিশের অভিযানে জি-পেথিডিন সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
দৈনিক মুক্তকণ্ঠ
- আপলোড সময়: ১১:২০:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১
- / ২৮৫ বার পড়া হয়েছে
শাহজাহান সরকার,পাবনা প্রতিনিধিঃ পাবনার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্য জেলা গোয়েন্দা শাখা, পাবনার অভিযানিক দল (২৪ অক্টোবর) রবিবার পাবনা সদর থানাধীন চক পৈলানপুর গ্রামের আসামী মোঃ সেতু খন্দকার এর বাড়ির সামনে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ২১ (একুশ) পিচ জি-পেথিডিন সহ গ্রেফতার করে এবং আসামী সেতু খন্দকার এর হেফাজতে থাকা মাদক বিক্রয়ের নগদ ৫৫০০/- টাকা জব্দ করে।
মাদক ব্যবসায়ীদ্বয় পাবনা সদরের চকপৈলানপুরের মৃত ইছহাক আলির ছেলে মোঃ সেতু খন্দকার (৩৫) ও মোকতার হোসেনের ছেলে এইচ এম ফরহাদ মানিক (৪৫)। উভয় আসামীদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।
ট্যাগস :