ষ্টফ রিপোর্টার: ময়মনসিংহের ভালুকায় আন্তর্জাতিক জলবায়ু কর্ম দিবস উদযাপন উপলক্ষে খীরু নদীসহ ভালুকার সকর জলাশয় উদ্ধার ও রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলার হালিমুনেśছা চৌধুরানী মেমুরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে খীরু নদির তীরে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা আঞ্চলিক শাখার আয়োজনে ওই কর্মসূচি পালিত হয়।অনুষ্ঠানে (বাপা) ভালুকা আঞ্চলিক শাখার সদস্য সচিব কামরুল হাসান পাঠান কামালের সভাপতিত্বে ও সাংবাদিক আসাদুľামান সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র ডা. এ.কে.এম. মেজবাহ উদ্দিন কাইয়ূম।
এসময় অন্যানśদের মাঝে আরও বক্তব্য রাখেন, এ্যাপোলো ইন্সটিটিউটের অধ্যক্ষ এ.আর.এম শামছুর রহমান লিটন, হালিমুনেśছা চৌধুরানী মেমুরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নীনা, আলোর ছোঁয়া পত্রিকার সম্পাদক খলিলুর রহমার, গাজিপুর জেলা কলেজের অধ্যাক্ষ তারিকুল ইসলাম তারেক, আ’লীগ নেতা আক্তারুľামান প্রিন্স, শিক্ষক সামিউল ইসলাম প্রমুখ।