দূর্গাপূজা উপলক্ষে হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি দিয়ে বিজিবির শুভেচ্ছা
- আপলোড সময়: ০৯:৪০:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১
- / ২৩২ বার পড়া হয়েছে
মুসা মিয়া,হিলি প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপূজা উপলে হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষিবাহিনী (বিএসএফ)কে মিষ্টি উপহার দিয়ে শারদীয় শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ সোমবার দুপুর ২ টায় হিলি চেকপোস্ট গেটের শুন্য রেখায় দুই বাহিনীর মাঝে এ শুভেচ্ছা বিনিময় হয়।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন আওতাধীন হিলি আইসিপি চেকপোস্ট গেইটের নায়েক সুবেদার ইয়াসিন আলী ভারতের হিলি বিএসএফের বালুপাড়া ক্যাম্পের চেকপোস্ট কমান্ডার বিজয় সিংহের হাতে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
এ সময় বিজিবি আইসিপি চেকপোস্ট গেইটের নায়েক সুবেদার ইয়াসিন আলী জানান, বিভিন্ন দিবস ও উৎসব গুলোতে আমরা দুই বাহিনী একে অপরে মাঝে এধরনের শুভেচ্ছা বিনিময় করে থাকি। এরই ধারাবাহিকতায় আজকের এই মিষ্টি বিনিময়। এতে করে সীমান্তে দায়িত্ব পালনরত দু’বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরো সুদৃড় হবে বলেও জানান তিনি।