ভালুকায় বীমাকারীর মৃত্যুদাবির চেক হস্তান্তর

- আপলোড সময়: ১০:৫৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১
- / ২৮৮ বার পড়া হয়েছে

ভালুকা প্রতিনিধি: প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, ভালুকা সাংগঠনিক অফিসের উদ্যোগে গতকাল শনিবার মরহুম গ্রাহক হেজবুল বাহারের মৃত্যুদাবির চেক প্রদান করা হয়েছে।
শনিবার (০৯ অক্টোবর) সকালে ময়মনসিংহের ভালুকা বাসস্ট্যান্ড এলাকাস্থ ওই ইন্স্যুরেন্স কোম্পানীর সাংগঠনিক অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভালুকা সাংগঠনিক অফিসের ডিআইভিসি ও ইনচার্জ হানিফ খানের সভাপতিত্বে ও ভালুকা অফিসের ম্যানেজার প্রভাষক আ ফ ম আফজাল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ময়মনসিংহের সংরক্ষিত মহিলা আসনের জাতীয় সংসদ সদস্য মনিরা সুলতানা মনি। ওই ইন্স্যুরেন্স কোম্পানীর ময়মনসিংহ জোনের ইভিপি ও ইনচার্জ বদিউজ্জামান হারুন, মেদুয়ারী ইউপি চেয়ারম্যান জেসমিন নাহার রানী, আ’লীগ নেতা আব্দুল ওয়াদুদ মিয়া, আলহাজ্ব জাকির হোসেন শিবলী, কেবিএম আসাদুজ্জামান ছানা, ইব্রাহিম খলিল, আজিজুল হক ও নাজমা আক্তার প্রমুখ।
পরে আনুষ্ঠানিক ভাবে মরহুম হেজবুল বাহারের স্ত্রী শেফালী আক্তারের হাতে ৩ লাখ ১৪ হাজার ১৮০ টাকার একটি চেক তুলে দেন মহিলা এমপি মনিরা সুলতানা মনি।