ষ্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের ভালুকায় গাড়িচাপায় জানśাত হাসান (১৯) নামে এক শারীরিক প্রতিবন্ধী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার জামিরদিয়া বাসস্ট্যান্ড এলাকায়। নিহত জান্নাত উপজেলার বিরুনীয়া গ্রামের তাজউদ্দিনে ছেলে।হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শারীরিক প্রতিবন্ধী জান্নাত হাসান ভিক্ষাবৃত্তি করে জীবন নির্বাহ করতেন। অন্যান্য দিনের মতো ভিক্ষাবৃত্তির জন্য তিনি শিল্প এলাকা জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকায় যান। ঘটনার সময় তিনি মহাসড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে যাওয়ার সময় ঢাকাগামী অজ্ঞাত একটি গাড়ি তাঁকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর তিনি মারা যান। কিছুদিন পূর্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উপহার একটি ঘর দেয়া হয় নিহত জান্নাতকে। তাই এ নিয়ে তিনি এলাকায় বেশ আলোচিত ছিলেন।ভরাডোবা হাইওয়ে থানার ওসি মশিউর রহমান জানান, নিহতের বাবা তাজউদ্দিনের আবেদনের প্রেক্ষিতে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।