ভালুকায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবলীগ নেতার মৃত্যু

- আপলোড সময়: ১০:৩০:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১
- / ২৭৮ বার পড়া হয়েছে

ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় সড়ক দূর্ঘটনায় আহত যুবলীগ নেতা মোঃ শরিফুল ইসলাম ( ৩০) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান সোমবার ভোরে মারা যান। জানা যায়, ভালুকা উপজেলার ৩ নংভরাডোবা ইউনিয়নের পুরুড়া গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে মোঃ শরিফুল ইসলাম ( ৩০) ত্রিশাল আত্বীয় বাড়ি থেকে আসার পথে শুক্রবার বিকাল ৩ টায় নিশিন্দা নামক স্থানে মটর সাইকেল দূর্ঘটনায় গুরতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনদিন আই সি ওতে থাকার পর সোমবার (৪ অক্টোবর) ভোর ৫ টায় মৃত্যুবরণ করেন। শরিফ ভালুকা পৌর যুবলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। ব্যক্তি জীবনে সে বিবাহিত তার আড়াই বছরের একটি ছেলে সন্তান আছে। শরিফ ওয়াল্টন ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন। পৌর যুবলীগের সভাপতি আলমগীর হোসেন সোহেল বলেন- শরিফ যুবলীগের একজন নিবেদিত কর্মী ছিলেন, তার মৃত্যুতে আমরা যুবলীগ পরিবার শোকাহত, আল্লাহ তায়ালা তাকে জানśাতুল ফেরদৌস দান করুন।