শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ভালুকায় কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্মদিন পালিত ভালুকায় ডিবির হাতে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী ভালুকায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত ভালুকায় বাদীকে হুমকি দিয়ে প্রকাশ্যে ঘুরছে আসামি ‘নিশ্চুপ’ পুলিশ নেত্রকোণায় বাংলাদেশ ক্বওমী ব্লাড ডোনার পরিষদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দার্জিলিং কবিতা উৎসবে অংশগ্রহন করছেন—-আতিকুল ইসলাম জাকারিয়া ভালুকায় স্থানীয় সরকার দিবস পালিত ভালুকায় মাদক বাল্যবিবাহ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত আমি বাচঁতে চাই……………………. ক্যান্সারে আক্রান্ত শিক্ষার্থী হাসানের আকুতি !! ভালুকায় ট্রাফিক পুলিশের পথসভা ও লিফলেট বিতরণ

পৌর মেয়র সহ ৮ জনের বিরুদ্ধে মামলা ত্রিশালে দোকানপাটসহ ২০ বসত ঘরে হামলা ভাংচুর

  • আপডেট টাইম : সোমবার, ৪ অক্টোবর, ২০২১, ৬.২৮ এএম
  • ২৭৬ বার পাঠিত

মোহাম্মদ সেলিম,ত্রিশাল (ময়মনসিংহ) থেকেঃ ময়মনসিংহের ত্রিশালে আদালতের নিষেধাজ্ঞা ও আপোষে জমি বিক্রি না করায় নারকীয় তান্ডব চালিয়েছে প্রভাবশালী মহল। ৪টি দোকান ও ২০ টি বসতঘর ভেঙে গুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে উপজেলার মোক্ষপুরে অবস্থিত আকিজ সিরামিক্স কোম্পানীর বিরুদ্ধে। এতে নিঃস্ব হয়ে পড়েছে ২৫ পরিবার। ওই ঘটনায় ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুľামান ও আকিজ সিরামিক্স কোম্পানীর কর্মকর্তাসহ ৮ জনকে আসামী করে ত্রিশাল থানায় মামলা দায়ের করেছে ক্ষতিগ্রস্থ পরিবার। ভোক্তভোগীরা জানান ভালুকা অঞ্চলের ইন্ডাস্ট্রিয়াল পুলিশের উপস্থিতিতে স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় ওই তান্ডব চালানো হয়েছে। ভাংচুরের চলাকালে ৯৯৯ কল দিলে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে এলে বন্ধ হয় ওই তান্ডব। তার আগেই শেষ হয় ভাংচুরাবিযান। স্থানীয় এলাকাবাসি সূত্রে জানা যায়, উপজেলার মোক্ষপুর ইউনিয়নের মোক্ষপুর এলাকায় আকিজ সিরামিক্সের বিপরিতে আবুল কালাম তার পৈতৃক সম্পত্তিতে দীর্ঘদিন যাবত বাড়িঘর নির্মান করে বসবাস করে আসছিলেন। কিছু রুম আকিজসহ অন্যান্য ফ্যাক্টরিতে কর্মরত শ্রমিকরা ভাড়ায় বসবাস করেন। বসতবাড়ির সামনের দিকে ফার্মেসীসহ ৪ টি দোকানে ক্ষুদ্র ব্যবসাও করছিলো। বেশ কয়েক বছর আগে আকিজ গ্রæপ আবুল কালামের বসতবাড়ির পিছনে জমি ক্রয় করে স্থাপনা নির্মাণ করে অবকাঠামো সম্প্রসারিত করে। মাঝখানে পড়ে যান আবুল কালাম। আর আবুল কালামের ওই জমি নিজেদের দখলে নিতে আকিজ কোম্পানীর পক্ষে স্থানীয় দালালরা নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছিলো। জমির বৈধতার কোন কাগজপত্র ছাড়াই গত তিনমাস পূর্বে ওই জায়গা ছাড়ার জন্য আবুল কালামকে নোটিশ প্রদান করে আকিজ গ্রুপ। উপায়ন্তর না পেয়ে আবুল কালাম ময়মনসিংহ বিজ্ঞ আদালতের শরাপনś হয়ে নিষেধাজ্ঞার আবেদন করলে আদালত কোন প্রকার হয়রানি না করার নির্দেশ দেন। শনিবার সকাল ১১টার দিকে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আকিজ কোম্পানীর জমি বেচাকেনার সঙ্গে জড়িত স্থানীয় মধ্যস্থতাকারী প্রভাবশালী দালালরা গুন্ডা বাহিনী নিয়ে ডাকাত সর্দার আতিকুল, শফিকুল, শাহী, আলাল, জসিম উদ্দিনের সহযোগিতায় তিনটি বোল্ডডোজার নিয়ে ভেঙে গুড়িয়ে দেয় কালামের ঘরবাড়ি ও দোকানপাট। এসময় ভোক্তভোগি অসহায়রা অন্ততঃ মালামাল সরানোর ঘন্টাখানেক সময় চেয়ে আহাজারি করলেও উপস্থিত ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সদস্যরা তাদের ধাওয়া করে। পরে আবুল কালামের ছেলে মাহবুব ৯৯৯ নাম্বারে কল দিলে ঘটনাস্থলে যান ত্রিশাল থানা পুলিশ। ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে থামে তান্ডব। ঘটনাস্থল থেকে সরে যায় হামলাকারীরা। ভাংচুরের সময় লুট হয় বসতঘর ও চারটি দোকানের মালামাল। ফ্রিজ, টিভি ও অন্যান্য আসবাবপত্রসহ ভাংচুর ও লুটে কোটি টাকার ক্ষতির সম্মূখীন হন সেখানে বসবাসকারীরা।সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আবুল কালামদের বসতবাড়ির দু’পাশে আকিজ গ্রুপের বিভিন্ন স্থাপনা। কে বা কারা দোকানপাটসহ বসতবাড়ি গুড়িয়ে দিয়েছে। ফ্রিজ টিভিসহ আসবাবপত্র গুলো ধ্বংসস্ত‚ পের নিচে পড়ে আছে।এ সময় দোকান ভাড়াটিয়া সিদ্দিক, মোজাম্মেল, আসাদ জানান, বলা নেই, কওয়া নেই, আচমকা প্রায় শতাধিক লোকের বাহিনী এসে অস্ত্রের মুখে আমাদেরকে দাঁড় করিয়ে মালামালসহ দোকানপাট ভেঙে গুড়িয়ে দেয়। মাজহারুল, হোসেন, রাসেল, রনি ও শিউলিসহ অন্যারা ভাড়াটিয়ারা জানান, আমরা সকালে অফিসে চলে গেলে হঠাৎ করে বোল্ডডোজার দিয়ে আমাদের বসতঘরের সবকিছু ভেঙে গুড়িয়ে দিয়েছে। ভাংচুরকারীরা যদি জমির প্রকৃত মালিকও হয়, তবে নোটিস না দিলেও মালামাল সরানোর সময়টুকু তো দিতে পারতেন। জমির মালিক আবুল কালাম বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় দালালদের সহযোগিতায় আমার জমি দখলের চেষ্টা করছিলো আকিজ কোম্পানী। স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে হুমকিও দিয়ে আসছিল। আদালতের সহায়তাও চেয়েছি। আদালত হয়রানি বন্ধের নির্দেশও দিয়েছে। তবুী ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও ত্রিশাল পৌর মেয়র এবিএম আনিছুজ্জামানের উপস্থিতিতে স্থানীয় প্রভাবশালী আতিকুল, শফিকুল, আলাল ও জসিম উদ্দিন ভাড়াটিয়া গুন্ডাপান্ডা নিয়ে বোল্ডডোজার দিয়ে বাড়িঘর ও দোকানপাট ভাংচুর করে ভেঙে গুড়িয়ে দিয়ে সবকিছু লুট করে নিয়ে গেছে। পরে ৯৯৯ ফোন দিলে থানা পুলিশ ঘটনাস্থলে এলেও তার আগেই সব শেষ হয়ে গেছে। ওই ঘটনায় শনিবার রাতেই আবুল কালামের ছেলে মাহাবুল বাদী হয়ে ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান, আতিকুল, গোলাম মোস্তফা, রিয়াদ, আলাল, চাঁনু মিয়া, শামীম, শফিকুল ফকির ও আকিজ সিরামিক্স কোম্পানীর অজ্ঞাত দুই কর্মকর্তাসহ ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০/১৫ জনের বিরুদ্ধে কয়েকটি ধারায় ত্রিশাল থানায় মামলা দায়ের করেন। ত্রিশাল থানার পুলিশ পরির্দশক (তদন্ত) সুমন চন্দ্র রায় বলেন, আবুল হোসেনের ছেলে মাহাবুল বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০/১৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিলে মামলা রজু হয়। বর্তমানে মামলাটি তদন্তাধীনে রয়েছে। তবে প্রাথমিকভাবে আবুল হোসেন গংদের দখলে থাকা জমি ও স্থাপনায় বেআইনী ভাবে প্রবেশ করে দোকানপাট ও বসতঘর ভেঙে গুড়িয়ে দেয়ার প্রমাণ মিলেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ বিষয়ে জানতে শিল্প পুলিশের এসপি মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, গত বৃহস্পতিবার আকিজ সিরামিক্স আইনশৃংখলা বিঘ্ন ঘটার সম্ভাবনার কথা বলে সহযোগিতা চাওয়ায় আমরা টিম পাঠিয়েছি। পুলিশ যদি নিরীহ মানুষের ঘর ভাঙচুরে সহযোগিতা করে থাকে তাহলে তদন্তে করে ব্যবস্থা নেয়া হবে। ত্রিশাল থানা ওসি (তদন্ত) সুমন চন্দ্র রায় বলেন, আমি ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভাংচুর দেখতে পেয়েছি। তবে ঘটনাস্থলে কাউকে পাইনি। বাদীর অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

আরো পড়ুন.....

greenaronno.com

themes052459
© All rights reserved © 2018 মুক্তকণ্ঠ
Theme Download From Bangla Webs