পাবনার সুজানগরে পাখি মারার উদ্দেশ্যে ব্যবহৃত বিপুল পরিমাণ কারেন্ট জাল উদ্ধার
- আপলোড সময়: ০৬:১১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১
- / ২৪৭ বার পড়া হয়েছে
শাহজাহান সরকার,পাবনা প্রতিনিধিঃ পাবনা জেলার সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ভাটপাড়া গ্রাম থেকে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। এসো দেশকে ভালোবাসি সংগঠনের সদস্য ও স্থানীয় বন বিভাগের সদস্যরা গত রাতে জাল জব্দ করে। এ উপলক্ষে আজ রাইপুর মোড়ে এক পথ সভার আয়োজন করা হয়। পথ সভায় বক্তারা বন্য প্রাণী ও পাখি সংরক্ষণে সমাজের সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানান। এসময় সুজানগর উপজেলা বন কর্মকর্তা জনাব নুরুল ইসলাম বন্য প্রাণী সংরক্ষণে সরকারি আইনের পাশাপাশি সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। পথসভায় সংগঠনের সহসভাপতি জনাব প্রফেসার ইশানুর রহমান, সভাপতি জনাব আব্দুল মান্নান, স্থানীয় ইউপি সদস্য, মিডিয়া কর্মী প্রমুখ বক্তব্য রাখেন। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রবিউল ইসলাম বলেন ২০২৩ সালের মধ্যে সুজানগর উপজেলাকে পাখি শিকার মুক্ত উপজেলা ঘোষনার লক্ষ নিয়ে এসো দেশকে ভালোবাসি সংগঠন কাজ করে যাচ্ছে। এই লক্ষমাত্রা পূরণে তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন।পথসভায় বক্তারা, আসন্ন ইলিশ মৌসুমে সবাইকে সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে মা ইলিশ না ধরার জন্য সবাইকে অনুরোধ করেন। পথ সভা শেষে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালকের নির্দেশক্রমে জব্দকৃত প্রায় ১০০০ ফিট কারেন্ট জাল জনসম্মুখে ধ্বংস করা হয়।