রাজু সরকার : সরকার নিয়ন্ত্রীত বেসরকারি লাইফ বীমা কোম্পানি ‘ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ’র স্কয়ার মাষ্টার বাড়ী সার্ভিসিং সেল অফিস কর্তৃক আয়োজিত মৃত জালাল উদ্দিনের মৃত্যু দাবী চেকসহ ২৫লক্ষ টাকার এস বি বোনাস বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ অক্টোবর) সকাল ১০টায় ভালুকা উপজেলার শিল্পাঞ্চলখ্যাত স্কয়ার মাস্টারবাড়ী সার্ভিসিং সেল কার্য্যালয়ে কোম্পনীর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাজু আহাম্মেদ সরকারের সভাপতিত্বে মৃত জালাল উদ্দিনের মৃত্যু দাবী চেকসহ ২৫লক্ষ টাকার এস বি বোনাস বিতরণ ও আলোচনা সভায়প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পনীর সিইও ও ব্যবস্থাপনা পরিচালক পিপলু বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পনীর সচিব মোঃ রফিকুজ্জামান রিপু ও হবিরবাড়ী ইউনিয়ন পরিষদ ৯নং ওয়ার্ড সদস্য মোঃ খলিলুর রহমান মাসুদ, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যায়যায় দিন পত্রিকার ভালুকা প্রতিনিধি কবি সফিউল্লাহ আনসারী, দৈনিক আমার সংবাদ পত্রিকার ভালুকা প্রতিনিধি ভালুকা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কবি-সাংবাদিক আবুল বাশার শেখ এবং বিশিষ্ট ব্যবসায়ী শরীফ আহাম্মেদ। অনুষ্ঠানের প্রধান অতিথি কর্মী ও গ্রাহকদের সঠিক সুন্দর দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান করে বলেন, জীবনবীমা একটি সঞ্চয়মুখী প্রতিষ্ঠান যা কিনা মানুষকে সঞ্চয়ের সুবিধায় মাঝখান থেকে বীমা গ্রাহকের মৃত্যুতে তার পরিবারে বীমা দাবী পরিশোধের মাধ্যমে অগ্রণী ভূমিকা রাখে। তাই বাংলাদেশের প্রতিটি নাগরিকের জীবনবীমা থাকা অবশ্যই জরুরী।আজকে মৃত জালাল উদ্দিনের মাত্র ১২ হাজার টাকা প্রিমিয়াম দেওয়া বীমা অংক ৭২ হাজার টাকা তার নমিনীর হাতে তুলে দিতে পেরে ডায়মন্ড লাইফ গর্ববোধ করছে। তার পরিবার যেন এই অর্থ দিয়ে ঘুরে দাঁড়াতে সেই আশা ব্যক্ত করেন। সরকার নিয়ন্ত্রীত বেসরকারি লাইফ বীমা কোম্পানি ‘ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ’র স্কয়ার মাষ্টার বাড়ী সার্ভিসিং সেল অফিস কর্তৃক আয়োজিত এস বি বোনাস চেক প্রদান অনুষ্ঠানে ৩৬ জন গ্রাহকদের মধ্যে ২৫ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন কোম্পানীর এ এম ডি জনাব মোস্তফা আমিন (গড়গড়িয়া মাষ্টার বাড়ী সার্ভিসিং সেল), কোম্পানীর জি এম উন্নয়ন শান্ত রহমান (উচাখিলা অফিস) সহ অফিস ইনচার্জ, কোম্পানির উনśয়ন বিভাগের বিভিন্ন স্তরের কর্মী ও গ্রাহকবৃন্দ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন কোম্পানীর এজিএম, এবিএম সুমন আনন্দ।অনুষ্ঠানে কোম্পানীর পক্ষ থেকে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিগণকে সম্মাননা প্রদান করা হয়।