ত্রিশালে ৭৫ পাউন্ডের কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেন সাংসদ মাদানী

- আপলোড সময়: ০৩:২১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
- / ৩০৯ বার পড়া হয়েছে

মোহাম্মদ সেলিম,ত্রিশাল(ময়মনসিংহ) থেকেঃ-ময়মনসিংহের ত্রিশালে ৭৫ পাউন্ডের কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সু-কন্যা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী আনন্দ উল্লাসের মধ্যদিয়ে পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় সাংসদের নিজস্ব কার্যালয়েবাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।ত্রিশালে দ্বিতীয়বারের মতো নির্বাচিত সাংসদ হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানীর কার্যালয় কেক কাটা আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী। উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক এ এন এম শোভা মিয়া আকন্দের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নবী নেওয়াজ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আকন্দ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সহ উপজেলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে কেক কাটা হয়।