বিশেষ প্রতিনিধি:ময়মনসিংহের ভালুকায় বিশ্ব নদী দিবস২০২১ পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ভালুকা আঞ্চলিক শাখা এই অনুষ্ঠান আয়োজন করে। রবিবার (২৬সেপ্টম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে বাপা ভালুকা আঞ্চলিক শাখার আহবায়ক, ডেপুর্টি এটর্নি জেনারেল শাহ মোঃ আশরাফুল হক জর্জ এর সভাপতিত্বে ও বাপার সদস্য সচিব সাংবাদিক কামরুল হাসান পাঠান কামালের সঞ্চালনায়, বক্তব্য রাখেন ভালুকা পৌর সভার মেয়র ডা. এ. কে.এম মেজবাহ্ উদ্দিন কাইয়ূম, ভালুকা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. শওকত আলী, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান খান, বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, আব্দুর রশিদ রতন, লায়ন আক্তারুজ্জামান প্রিন্স, ভালুকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহমুদুল হাসান ফুরাদ প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন সাপ্তাহিক আলোর ছোঁয়া সম্পাদক খলিলুর রহমান, গাজীপুর কলেজ ভারপ্রপ্ত অধ্যক্ষ তারিকুল ইসলাম খান, ভালুকা সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম এ মালেক খান উজ্জল, ভালুকা প্রেসক্লাব এর সহসভাপতি আতাউর রহমান তরফদার, অভ্যুদয়ের সভাপতি আসাদুজ্জামান সুমন, এপেক্স ক্লাব অব ভালুকার সভাপতি মুকছদেুর রহমান মামুন, ভালুকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন তরফদার, নারী নেত্রী আরিফা সুললতানা (দীপাবলীর দীপা) ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। ভালুকা পৌরসভার মেয়র ডা.এ.কে.এম মেজবাহ্ উদ্দিন কাইয়ূম বলেন, মানব দেহের নদী অর্থাত রক্ত নালী বন্ধ হলে মানুষের মৃত্যু হয়, তেমনি নদী বন্ধ হলে পৃথিবীর মৃত্যু হবে। কাজেই পৃথিবীকে বাঁচাতে, মানুষ বাঁচাতে নদী বঁচাতে হবে। কাইয়ূম বলেন, একটি ভারসাম্যপূর্ণ পরিবেশ ও জীব বৈচিত্র রক্ষার্থে দখল ও দূষনের হাত থেকে নদী বাঁচাতে প্রশাসন ও সরকারের উদ্যোগ গ্রহন করার পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।