সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বৃষ্টির জন্য ভালুকায় ইস্তিসকার নামাজ আদায় ভালুকায় কলেজ পড়ুয়া ছেলের হাতে শিক্ষক বাবা খুন ভালুকায় ড্রাইভার ও পথচারীদের মাঝে খাবার স্যালাইন বিতরণ ভালুকায় ইউপি চেয়ারম্যানের বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ভালুকায় টাকার বিনিময়ে ইউনিয়ন তাঁতী লীগের কমিটি দেওয়ার অভিযোগ ভালুকায় ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি প্রার্থী সাদিকের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালিত ভালুকায় ল্যান্ডমার্ক সিটি পার্টি সেন্টার উদ্বোধন জেলায় শ্রেষ্ঠ ওসি ভালুকা মডেল থানার ওসি”শাহ্ কামাল আকন্দ” ভালুকা উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে ৯ ভাইস চেঃ পদে ১২ প্রার্থী মাঠে ভালুকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের তৎপরতায় অপরাধজনক কোন ঘটনা ঘটেনি

প্রশাসনের সাথে প্রতারণা করে বনভূমি জবর দখলের অভিযোগ ! অসহায় স্থানীয় বনবিভাগ

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১, ৩.০৫ পিএম
  • ৪০৩ বার পাঠিত

বিজ্ঞপ্তিঃ– ময়মনসিংহ বনবিভাগের ভালুকা রেঞ্জের হবিরবাড়ী বিটের অধীনে জামিরদিয়া মৌজায় সিএস ৬৭নং দাগে গেজেট ভুক্ত, সংরক্ষিত ও মিসমোকদ্দমা নং ৪৫(xiv) /০৯ মূলে যৌথ জরিপ কৃত সিএস ৬৭ নং দাগের বনভূমিতে জবরদখলের উদ্দেশ্যে সীমানা প্রাচির নির্মান করছে বলে অভিযোগ পাওয়া গেছে। আদালতের সাথে প্রতারণা করে, সিএস ৬৭ নং খতিয়ান দেখিয়ে আদালত থেকে নিষেধাজ্ঞা এনে সিএস ৬৭ নং দাগে জনৈক বেলাল ফকিরের নেতৃত্বে স্থানীয় সন্ত্রাসী বাহিনী দিয়ে গেজেট ভূক্ত, সংরক্ষিত ও যৌথ জরিপ কৃত বনভূমি জবরদখলের উদ্দেশ্যে সীমানা প্রাচীর নির্মান করা হচ্ছে। এই বিষয়ে ভালুকা রেঞ্জ কর্মকর্তা মোঃ মহিউদ্দীন সহযোগিতা চেয়ে ভালুকা উপজেলা নির্বাহী অফিসার ও ভালুকা মডেল থানা বরাবরে অভিযোগ দিয়েও কোন প্রতিকার মিলছেনা। গত ২০/০৯/২০২১ ইং তারিখে এজিসি স্পিনিং মিলস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আবদুল গাফফার চৌধুরী বাদি হয়ে জেলা ময়মনসিংহের বিজ্ঞ অতিরিক্ত জেলা জজ ১ম আদালত কর্তৃক জামিরদিয়া মৌজায় বেশ কয়েকটি দাগে বনবিভাগের হস্তক্ষেপের উপর নিষেধাজ্ঞা জারি করেন, ওই সব নিষেধাজ্ঞা কৃত দাগগুলোর মধ্যে কোথাও সিএস ৬৭দাগের কথা উল্লেখ নেই। স্থানীয় প্রশাসন ও আদালতের সাথে প্রতারনা করে ভূয়া চৌহদ্দি দিয়ে বনভূমি জবরদখলের কার্যক্রম চালিয়ে যাচ্ছে আবদুল গাফফার চৌধুরীর স্থানীয় প্রতিনিধি বেলাল ফকির। হবিরবাড়ী বিট অফিসার মোঃ দেওয়ান আলী ভালুকা মডেল থানা পুলিশের সহায়তায় ঘটনাস্থলে গিয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী শান্তি শৃঙ্খলা বজায় রেখে শান্তি প্রিয় ও শান্তি পূর্ণ ভোগদখলের স্বার্থে সংরক্ষিত বনভূমি জবরদখলের কার্জক্রম বন্ধ রাখার অনুরোধ জানানো হলে তাৎক্ষণিক কার্জক্রম বন্ধ করলেও পরক্ষনেই আবার পূর্বের অবস্থায় জবরদখল কার্জক্রম চালিয়ে যাচ্ছে। এমতাবস্থায় স্থানীয় বনবিভাগ আদালতের আদেশের প্রেক্ষিতে সরকারি স্বার্থরক্ষার্থে সংরক্ষিত বনভূমি জবরদখল কার্যক্রম বন্ধ করতে না পেরে অসহায়ত্ব বোধ করছে।

       জ্ঞাতার্থেঃ-
মোঃ দেওয়ান আলী
বিটকর্মকর্তা,হবিরবাড়ী বিট।
ভালুকা রেঞ্জ,ময়মনসিংহ বনবিভাগ।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

আরো পড়ুন.....

greenaronno.com

themes052459
© All rights reserved © 2018 মুক্তকণ্ঠ
Theme Download From Bangla Webs