জসিম আহামেদ,ভালুকা থেকেঃ- নিখোঁজের পাঁচদিনেও সন্ধান পাওয়া যায়নি দৈনিক খোলা কাগজের যুগ্ম বার্তা সম্পাদক সাংবাদিক রবিউল ইসলামের বাবা ওহাব শেখের। গত শনিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার যাত্রাবাড়ীর দক্ষিণ দনিয়া বাইতুস সালাম মসজিদ এলাকা থেকে তিনি হারিয়ে গেছেন। আনুমানিক সকাল সাড়ে ৮টায় রবিউলের বাসা থেকে বের হয়ে তিনি আর ফিরেননি। তাকে না পেয়ে পরিবার ও আত্মীয়-স্বজনের মধ্যে হাহাকার চলছে। রবিউল ইসলাম জানান, অসুস্থতার কারণে তিনি (বাবা) ভালোভাবে কথা বলতে ও চলাফেরা করতে পারেন না। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল লুঙ্গি ও হাতে ছিল বেতের লাঠি। ঢাকার বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি চলছে, মাইকিং করা হয়েছে। তবুও খোঁজ মিলছে না।নিখোঁজ আব্দুল ওহাব শেখের বাড়ি নড়াইলের লোহাগাড়া উপজেলার তালবাড়িয়া গ্রামে। এ বিষয়ে কদমতলী থানায় গত রোববার সাধারণ ডায়েরি (জিডি নং- ১২০৫) করা হয়েছে। কোনো সহৃদয়বান ব্যক্তি তাকে দেখে থাকলে বা তার খোঁজ পেলে ০১৭১০২৫৫৪৮৮, ০১৬৭৩২৩১৪০৪ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন পরিবারের স্বজনরা।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.