মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৭:০৮ পূর্বাহ্ন

চাটমোহরে পিকআপ উল্টে এক ব্যবসায়ী নিহত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১, ১১.৪৩ এএম
  • ১৪৫ বার পাঠিত

শাহজাহান সরকার,পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলায় পিকআপ খাদে পরে  হারেজ আলী (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২জন।নিহত হারেজ আলী পাবনা পৌর সদরের  উত্তর শালগাড়িয়া সরদারপাড়া মহল্লার মৃত বাবর আলীর ছেলে। তিনি নার্সারির ব্যবসা করতেন। আহত দুজন হলেন একই এলাকার তাইজল হোসেন ও আনিসুর রহমান আনিস। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চাটমোহর-টেবুনিয়া সড়কের কানখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, বগুড়া থেকে গাছের চারা কিনে চাটমোহর হয়ে পাবনার উদ্দেশ্যে যাচ্ছিলেন হারেজ আলী ও তার দুই সহযোগী। পিকআপটি কানখোলা এলাকায় পৌঁছামাত্র চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শে খাদে উল্টে যায়। এতে পিকআপের নিচে চাপা পড়ে  ঘটনাস্থলেই মারা যান হারেজ আলী। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা আহতদের উদ্ধার করে প্রথমে পার্শ্ববর্তী আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাদের পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়রা পিকআপচালক ও হেলপারকে আটক করে পুলিশে সপর্দ করেন। পিকআপসহ পুলিশ তাদের থানায় নিয়ে যায়। চাটমোহর থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন জানান, অভিযোগ না থাকায় নিহত ওই ব্যক্তির লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে দেওয়া হয়েছে। চালক ও হেলপারকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। আহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

আরো পড়ুন.....

greenaronno.com

themes052459
© All rights reserved © 2018 মুক্তকণ্ঠ
Theme Download From Bangla Webs