শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরের বরমী ইউনিয়নের গিলাস্বর গ্রামের প্রতিবন্ধী আতিকুল। বাবা অটোচালক সংসারের খরচ মিটিয়ে হুইল চেয়ার কেনার সামর্থ্য নেই। তার পরও ধারদেনা করে একটি হুইল চেয়ার কিনে দিয়েছিল বছর তিনেক আগে। কিন্তু সেই হুইল চেয়ারটি পুরনো হয়ে ব্যবহার অনুপযোগী হয়ে পরে। এ অবস্থায় আতিকুলের চলার একমাত্র বাহন হুইল চেয়ারটি ব্যবহারের অনুপযোগী হওয়ায় বিপাকে পরেছে সে। অবশেষে হঠাৎ এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মাহমুদুল হাসানের নজরে আসে আতিকুল। গত ১৮ সেপ্টেম্বর তার ফেইসবুক আইডি “Mahmodul Hasan” হতে একটি হুইল চেয়ারের জন্য মানবিক আবেদন জানান তিনি। বিষয়টি শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল হাসান জিকু’র নজরে আসে। অবশেষে প্রতিবন্ধি আতিকুলকে নতুন একটি হুইল চেয়ার দিয়ে স্বপ্ন পূরণ করলো ছাত্রলীগ নেতা। সোমবার ( ২০ সেপ্টেম্বর) আতিকুলের বাড়িতে হুইল চেয়ারটি হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন, যুগান্তরের শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেক, এশিয়ান টিভির গাজীপুর জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান। উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল হাসান জিকুর পক্ষে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজিব ভূঁইয়া, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম। এসময় খুশিতে আবেগ-আপ্লুত হয়ে পড়েন আতিকুল ও তার পরিবার। জন্ম প্রতিবন্ধী আতিকুল শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গিলারসর গ্রামের কদ্দুস আলীর ছেলে। এবিষয়ে শ্রীপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি জাকিরুল হাসান জিকু বলেন, গত ১৮ সেপ্টেম্বর এশিয়ান টিভির সাংবাদিক মাহমুদুল হাসান ভাইয়ের ফেসবুক আইডির একটি পোস্টে প্রতিবন্ধী আতিকুলের বিষয়ে জানতে পারি। আমি তাৎক্ষণিক মাহমুদুল হাসান ভাইকে ফোন করে আতিকুলের জন্য একটি হুইল চেয়ার কিনে দেওয়ার সম্মতি প্রকাশ করি। আজ আমার প্রতিনিধির মাধ্যমে সেই হুইল চেয়ারটি আতিকুলের বাড়িতে পৌঁছিয়ে দেই। আতিকুলের মতো অসহায় প্রতিবন্ধীদের পাশে থেকে সেবা করে যেতে পারি এই তৌফিক আল্লাহ যেন আমাকে দান করেন।