ভালুকা প্রতিনিধিঃ-ময়মনসিংহের ভালুকায় প্রান্তিক কৃষকদের মাঝে খরিপ মৌসুমের জন্য বীজ ও সার বিতরণ করা হয়েছে। শনিবার (১৮সেপ্টেম্বর) বিকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে প্রনোদনা হিসেবে ১৩০ জনকে বীজ ও সার প্রদান করা হয়। এসময় কৃষকদের মাঝে উপকরন বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু। এর আগে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালামা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, উপজেলা কৃষি কর্মকর্তা জেসমিন জাহান। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শওকত আলী, সহ-দপ্তর সম্পাদক আফতাব মাহাবুব, ময়মনসিংহ জেলা কৃষকলীগ দপ্তর সম্পাদক মোস্তফা কামাল, উপজেলা কৃষকলীগ সভাপতি আহসান হাবীব মহনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা উপকারভোগী কৃষকবৃন্দ।