ময়মনসিংহ ১১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পাবনায় ইয়াবাসহ জেলা ছাত্রলীগের নেতাসহ আটক ২

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ১০:২৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
  • / ৩৩৩ বার পড়া হয়েছে

শাহজাহান সরকার,পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর থানার পূর্ব শালগাড়িয়া এলাকায় শুক্রবার (১৭ সেপ্টেম্বর) গভীর রাতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে আটক করা হয় । এসময় ১০০ পিচ ইয়াবা জব্দ করা হয়। তিনি সদর উপজেলার মহেন্দ্রপুর এলাকার আকতার হোসেনের ছেলে ও জেলা ছাত্রলীগের উপ-নাট্য বিষয়ক সম্পাদক। অপরজন কবিরপুর এলাকার তোয়াজ খানের ছেলে রাব্বি খান। সেও তার সহযোগী বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আদনান সুমন মহেন্দ্রপুর এলাকায় উঠতি বয়সী ছেলেদের কাছে ইয়াবা বিক্রি করছিলেন। এমন খবর পেয়ে পুলিশের গোয়েন্দা শাখার একটি টিম সেখানে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ তাকে আটক করে। শুধু ইয়াবা নয় তার বিরুদ্ধে একাধিক মাদক বিক্রির অভিযোগ রয়েছে। ছাত্রলীগের পদ ব্যবহার করে দৈঘ্যদিন ধরেই বিভিন্ন অপকর্ম করছিল। জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) থানার ওসি আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি  ছাত্রলীগ নেতা তার এক সহযোগীকে সাথে নিয়ে মহেন্দ্রপুরের সড়কে মাদক নিয়ে অপেক্ষা করছেন। সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটককৃতকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার ১৮ সেপ্টেম্বর বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান। আসামীদের বিরুদ্ধে পাবনা  সদর থানায় মাদক মামলা রুজু হয়েছে।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

পাবনায় ইয়াবাসহ জেলা ছাত্রলীগের নেতাসহ আটক ২

আপলোড সময়: ১০:২৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১

শাহজাহান সরকার,পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর থানার পূর্ব শালগাড়িয়া এলাকায় শুক্রবার (১৭ সেপ্টেম্বর) গভীর রাতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে আটক করা হয় । এসময় ১০০ পিচ ইয়াবা জব্দ করা হয়। তিনি সদর উপজেলার মহেন্দ্রপুর এলাকার আকতার হোসেনের ছেলে ও জেলা ছাত্রলীগের উপ-নাট্য বিষয়ক সম্পাদক। অপরজন কবিরপুর এলাকার তোয়াজ খানের ছেলে রাব্বি খান। সেও তার সহযোগী বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আদনান সুমন মহেন্দ্রপুর এলাকায় উঠতি বয়সী ছেলেদের কাছে ইয়াবা বিক্রি করছিলেন। এমন খবর পেয়ে পুলিশের গোয়েন্দা শাখার একটি টিম সেখানে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ তাকে আটক করে। শুধু ইয়াবা নয় তার বিরুদ্ধে একাধিক মাদক বিক্রির অভিযোগ রয়েছে। ছাত্রলীগের পদ ব্যবহার করে দৈঘ্যদিন ধরেই বিভিন্ন অপকর্ম করছিল। জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) থানার ওসি আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি  ছাত্রলীগ নেতা তার এক সহযোগীকে সাথে নিয়ে মহেন্দ্রপুরের সড়কে মাদক নিয়ে অপেক্ষা করছেন। সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটককৃতকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার ১৮ সেপ্টেম্বর বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান। আসামীদের বিরুদ্ধে পাবনা  সদর থানায় মাদক মামলা রুজু হয়েছে।