ময়মনসিংহ ১২:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

চাটমোহরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ১০:৩৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১
  • / ৩১৮ বার পড়া হয়েছে

শাহজাহান সরকার,পাবনা প্রতিনিধি।। অতিথি আপ্যায়ণের জন্য খাবার তৈরির ব্যস্ততায় সবাই যখন মগ্ন। ঠিক তখনি বিয়ে বাড়িতে হাজির হন বিট পুলিশিং কর্মকর্তা ও স্কুলের প্রধান শিক্ষক। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বাল্যবিয়ে বন্ধ করে দেন তারা। ঘটনা ঘটেছে পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে। মেয়ের বিয়ে ঠিক হয়েছিল পার্শ্ববর্তী গ্রাম ধানকুনিয়ায়। গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১১টায় কনের বাবা জাহাঙ্গীর খলিফার বাড়িতে হাজির হন বিলচলন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত বিট পুলিশিং কর্মকর্তা থানার এসআই মমিনুল, এএসআই নুরুজ্জামান বাচ্চু ও উত্তর সেনগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম সহ। কনের পিতা কর্মকর্তাদের জানান,আদালতে বয়স এভিডেবিট করা হয়েছে। তবে স্বীকার করেন,তার মেয়ে জুই খাতুনের সঠিক বয়স ১৪ বৎসর। সে উত্তর সেনগ্রাম উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। স্কুলের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলামও বিষয়টি নিশ্চিত করেন। এ ব্যাপারে ইউএনও মো. সৈকত ইসলাম জানান,করোনাকালে জনসমাগম করে বাল্যবিয়ের আয়োজন করেছিলেন তাঁরা। আইন ভঙ্গ করায় তাৎক্ষণিক বিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। একইসাথে কনের পিতার মুচলেকা নেওয়া হয়েছে,বিয়ে না দেওয়ার জন্য। এরপরও যদি গোপনে বিয়ে দেন,তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

চাটমোহরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

আপলোড সময়: ১০:৩৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১

শাহজাহান সরকার,পাবনা প্রতিনিধি।। অতিথি আপ্যায়ণের জন্য খাবার তৈরির ব্যস্ততায় সবাই যখন মগ্ন। ঠিক তখনি বিয়ে বাড়িতে হাজির হন বিট পুলিশিং কর্মকর্তা ও স্কুলের প্রধান শিক্ষক। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বাল্যবিয়ে বন্ধ করে দেন তারা। ঘটনা ঘটেছে পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে। মেয়ের বিয়ে ঠিক হয়েছিল পার্শ্ববর্তী গ্রাম ধানকুনিয়ায়। গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১১টায় কনের বাবা জাহাঙ্গীর খলিফার বাড়িতে হাজির হন বিলচলন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত বিট পুলিশিং কর্মকর্তা থানার এসআই মমিনুল, এএসআই নুরুজ্জামান বাচ্চু ও উত্তর সেনগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম সহ। কনের পিতা কর্মকর্তাদের জানান,আদালতে বয়স এভিডেবিট করা হয়েছে। তবে স্বীকার করেন,তার মেয়ে জুই খাতুনের সঠিক বয়স ১৪ বৎসর। সে উত্তর সেনগ্রাম উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। স্কুলের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলামও বিষয়টি নিশ্চিত করেন। এ ব্যাপারে ইউএনও মো. সৈকত ইসলাম জানান,করোনাকালে জনসমাগম করে বাল্যবিয়ের আয়োজন করেছিলেন তাঁরা। আইন ভঙ্গ করায় তাৎক্ষণিক বিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। একইসাথে কনের পিতার মুচলেকা নেওয়া হয়েছে,বিয়ে না দেওয়ার জন্য। এরপরও যদি গোপনে বিয়ে দেন,তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।