শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ার কবুতরখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা স্বর্গীয় পুলিন মিত্রকে গার্ড অফ অনার প্রদান শেষে পারিবারিক শ্মশানে দাহ করা হয়েছে। শুক্রবার বিকেলে মঠবাড়িয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত এর উপস্থিতিতে মঠবাড়িয়া থানা পুলিশের একটি চৌকস দল এ গার্ড অফ অনার প্রদান করেন। ৭২ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা পুলিন মিত্র উপজেলার গুলিসাখালী ছগির মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক ছিলেন। তিনি বার্ধক্য জনিত কারণে শুক্রবার সকালে নিজ বাড়িতে পরলোক গমন করেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.