শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় ১ম ধাপের ইউপি নির্বাচনী প্রচারণার সময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলা শেষে অস্ত্র উঁচিয়ে ঘটনাস্থল ত্যাগ করা সেই সন্ত্রাসী আলমগীরকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। বুধবার মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত আলমগীরসহ চারজনকে জেল হাজতে প্রেরণ করেন। মামলা সূত্রে জানাগেছে, ১ম ধাপের ইউপি নির্বাচনে গত ২৭ মার্চ উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলামের নির্বাচনী প্রচারণায় বেতমোরের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামী আলমগীর তার দলবল নিয়ে হামলা চালায়। এতে স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলামের অন্তত ১৫ জন কর্মী গুরুত্বর আহত হয়। পরে এলাকাবাসী ধাওয়া করলে আলমগীর পিস্তল উঁচিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।এঘটনায় স্বতন্ত্র প্রার্থীর চাচাতো ভাই মনির হোসেন বাদী হয়ে আলমগীরসহ এজাহার নামীয় ৩৯জন এবং অজ্ঞাতনামা ৪০/৫০ জনকে আসামী করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আলমগীর গা ঢাকা দেয়। পরে উচ্চ আদালত থেকে অস্থায়ী জামিনে এসে বুধবার মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত আসামী সেই অস্ত্রধারী আলমগীর হোসেন (৩৫) ও মোঃ রিয়াজ (৩০), মোঃ মুছা (৩০) এবং মোঃ আলাউদ্দিন (২৭) কে জেল হাজতে প্রেরণ করেন।