ভারতে পণ্য রফতানিতে ধীরগতি বেনাপোলে ভয়াবহ ট্রাকের জট
- আপলোড সময়: ১২:২৫:২৮ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১
- / ২৮৪ বার পড়া হয়েছে
ফারুক হাসান,বেনাপোল প্রতিনিধিঃ গোটা বেনাপোল যানজটের কবলে। ঘর থেকে পা বাড়ালেই জ্যাম। প্রায় ৩ কিলোমিটার সড়ক জুড়ে ট্রাকের লম্বা সারি। ভারতে পণ্য রফতানিতে ধীর গতির কারনে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে বেনাপোল বন্দর দিয়ে ভারতে রফতানি বাড়লেও ভারতীয় বিভিন্ন সংস্থার আন্তরিকতার অভাবে মুখ থুবড়ে পড়েছে বেনাপোল দিয়ে রফতানি কাযর্ক্রম। চাহিদার বিপরীতে রফতানি হচ্ছে প্রায় অর্ধেক পণ্য। ভারতে রফতানির অপেক্ষায় বেনাপোল বন্দর এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে বিশাল পণ্যজট। প্রায় ১২ শ পণ্যবাহি ট্রাক বন্দরের নোম্যান্স ল্যান্ড এলাকা থেকে বেনাপোল বাজারের প্রায় ৩ কিলোমিটার এলাকায় যত্রতত্র ছড়িয়ে পড়েছে। পণ্যবাহি ট্রাকের কারনে বেনাপোলে সৃষ্টি হয়েছে ভয়াবহ যানজট।তথ্যানুসন্ধানে জানা যায়, ভারতের পেট্রাপোল বন্দরে শ্রমিক ধর্মঘট, বাংলাদেশি ট্রাক থেকে চাঁদা আদায়, বিএসএফের হয়রানি, কর্মচারি ইউনিয়নের অসহযোগীতা সহ নানাবিধ কারনে পণ্যবাহি ট্রাক আগের তুলনায় অর্ধেক রফতানি হচ্ছে। ৬ মাস আগেও গড়ে প্রতিদিন ২শ ৫০ ট্রাক পণ্য রফতানি হলেও বর্তমানে তা ১শ ৫০ ট্রাকে নেমে এসেছে। করোনার দোহায় দিয়ে পণ্যবাহি ট্রাক প্রবেশে নানামুখি বাধা সৃষ্টি করা হচ্ছে বলেও শোনা যাচ্ছে। যানজটে নাকাল বেনাপোল দিয়ে ভারতগামি পাসপোর্ট যাত্রীরা। অসুস্থতা নিয়ে বসে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। সম্প্রতি স্কুল কলেজ খুলে যাওয়ায় বেশি কষ্ট পাচ্ছে শিক্ষার্থীরা। বন্দর ও বাজার কেন্দ্রিক সাধারন জনগন পড়েছে বেশ বিপাকে। এলাকাবাসীর অভিযোগ বন্দর সড়কে ভয়াবহ যানজটের কারণে ছেলে-মেয়েরা সময়মতো স্কুলে আসতে পারছে না। সড়কে এমন অবস্থায় সারাক্ষণ তাদের নিয়ে দুশ্চিন্তাই থাকতে হয়। ভয়াবহ যানজট নিয়ে আমাদের প্রতিনিধির সাথে কথা বলেন, বেনাপোল কাষ্টমস কমিশনার মোঃ আজিজুর রহমান, ভারত খেকে আমাদের আমদানি পণ্য গ্রহনে কোন টার্গেট নেই। বর্তমানে প্রতিদিন গড়ে ৩’শ পণ্যবোঝাই ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করছে। একসময় সাড়ে ৫’ শ ট্রাক পণ্য প্রবেশ করতো। আমরা পেট্রাপোল কাষ্টমস কে অনুরোধ করেছি বেশি বেশি গাড়ি ঢুকাতে। তবে বাংলাদেশি পণ্য ভারত কেন এত কম পরিমানে নিচ্ছে সেটা নিয়ে আমরা পেট্রাপোল কাষ্টমস কে অবহিত করেছি। এ ব্যাপারে বন্দর কর্তৃপক্ষ বলছে, বন্দর এলাকায় যানজট নিরসনে তারা জমি অধিগ্রহণসহ বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছেন। এসব কর্মকান্ড শেষ হলে অনেকাংশে যানজট নিরসন হবে।বেনাপোল সিএন্ডএফ এজেন্টের সভাপতি মফিজুর রহমান সজন জানান, ভারতীয় কাষ্টমস কে চিঠি দিয়ে বিষয়টি অবহিত করা হয়েছে। আগামি ৭ দিনের মধ্যে অবস্থার পরিবর্তন না হলে ভারত আমাদের যে পরিমান রফতানি পণ্যবাহি গাড়ি নেবে, অনুরুপ আমরাও সেই পরিমান আমদানি পণ্যবাহি গাড়ি নেব।