ভালুকায় বনবিভাগের উচ্ছেদ অভিযান

- আপলোড সময়: ০১:৫৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
- / ৪০১ বার পড়া হয়েছে

ভালুকা প্রতিনিধিঃ ময়মনসিংহ বনবিভাগের ভালুকা রেঞ্জের কাদিরগড় বিটের অধিনে জনৈক আঃরাজ্জাক খান ও জহিরুল ইসলাম বনভূমি জবরদখল করে স্থাপনা নির্মান শুরু করলে ভেঙে গুড়িয়ে দেয় স্থানীয় বনবিভাগ।বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানাযায় (১১ সেপ্টেম্বর) শনিবার দুপুরে ভালুকা রেঞ্জের কাদিগড় বিটের বনবিজ্ঞপ্তিত কাদিগড় মৌজার ৫১১নং দাগে উপজেলার কাচিনা ইউনিয়নের কাদিগড় গ্রামের আঃরশিদ খানের ছেলে আঃ রাজ্জাক খান ও একই এলাকার সাইদুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম বনবিজ্ঞপ্তিত বনভূমি জবরদখল করে স্থাপনা নির্মান শুরু করে।
খবর পেয়ে ভালুকা রেঞ্জ অফিসার মোঃ মহিউদ্দিনের নেতৃত্বে কাদিগড় বিটের বিট কর্মকর্তা এসএম মোস্তাফিজুর রহমান ও সংগীয় ষ্টাফসহ অবৈধ স্থাপনা টিনসেট ঘরের দেওয়াল ও সিড়িসহ গুড়িয়ে দেয়া হয় এবং নির্মাণ কাজে ব্যবহ্নত সরঞ্জামাদি জব্দ করা হয়। কাদিগড় বিট কর্মকর্তা এসএম মোস্তাফিজুর রহমান জানান আমাদের এ উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে। সকল জবরদখল কারি দের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।