ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি সদস্য অইন উদ্দিনের (৭৫) উপর নির্মম সন্ত্রাসী হামলা সংগঠিত হয়েছে। এ ঘটনায় ওই আ‘লীগ নেতার ছেলেকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে আওয়ামীলীগ নেতা বাদি হয়ে ভালুকা মডেল থানায় ১৩জনকে আসামী করে মামলা (নং ১৫,-১০/০৯/২১ ইং) দায়ের করেছে। মামলা সূত্রে জানা যায়, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি সদস্য অইন উদ্দিন দীর্ঘ দিন ধরে তাঁর মহল্লার মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ঘটনার দিন আ‘লীগ নেতা অসুস্থ্য থাকায় মসজিদে যেতে পারেন নি। এ সুযোগে স্থানীয় উগ্রপন্থি কতিপয় লোক চলমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘঠনের প্রস্তাব দেন। পরে স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যাক্তিরা ওই প্রস্তাব প্রত্যাক্ষাণ করে প্রতিবাদ জানান। বিকালে পূর্ব পরিকল্পিত ভাবে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আইন উদ্দিনের উপর সংঘবন্ধ ভাবে ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এত তিনি গুরুতর জখমের শীকার হন। এসময় আ‘লীগ নেতার ছেলে ফজলুল হক (৫০) পিতাকে রক্ষা করতে আসলে তার হাত ও মাথায় গুরুতর জখম হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মেহিদি হানান জানান, ‘অইন উদ্দিনের মাথায় দুই পাশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ ও বয়স বেশি হওয়ায় তিনি আশংঙ্কা জনক অবস্থায় রয়েছে। ফজলুল হকের বাম হাতের কজ্বির নিচের দুটি হাঁড় ভেঙেছে ও মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়ে।
ভালুকা মডেল থানায় অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম জানান, এ ঘটনার মামলায় একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে অপর আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।