সংবাদ শিরোনাম :
ভালুকায় বিপুল পরিমাণ নকল জুস জব্দ ৭০ হাজার টাকা জরিমানা আটক-১
দৈনিক মুক্তকণ্ঠ
- আপলোড সময়: ০৬:৩৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১
- / ৩৮৩ বার পড়া হয়েছে
ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় নকল জুস তৈরী করার দায়ে সিদ্দিকুর রহমান নামে এক ব্যাক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।এ সময় বিপুল পরিমান জব্দকৃত নকল জুস স্থানীয় জনতার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। জানাযায় ভালুকার জামিরদিয়া মাষ্টারবাড়ী ডুবালিয়া পাড়া এলাকার একটি বাড়ীতে ভাড়া থেকে নারায়নগঞ্জ নয়া মাটি এলাকার সিদ্দিকুর রহমান দীর্ঘদিন যাবৎ নিম্মমানের নকল জুস তৈরী করে বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে ওই বাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে নকল জুস সহ সিদ্দিকুর রহমানকে আটক করে।পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন ভোক্তা অধিকার আইন ২০০৯/৪৩ ধারায় অভিযুক্তকে ৭০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
ট্যাগস :