ইউপি সদস্যের বিরুদ্ধে শিক্ষকের বসত ঘর ভাংচুরের অভিযোগ

- আপলোড সময়: ১২:১৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১
- / ৩১১ বার পড়া হয়েছে

শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ার মিরুখালী ইউনিয়ন পরিষদের সদস্য মেহেদী হাসান মেরিনের বিরুদ্ধে এক শিক্ষকের বসত ঘরে হামলা চালিয়ে ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ভূক্তিভোগি শিক্ষক মাসুম বিল্লাহ বৃহস্পতিবার রাতে মেরিনসহ ১৫ জনের নাম উল্লেখ এবং আরো অজ্ঞাতনামা ২০/২৫জনকে আসামী করে মঠবাড়িয়া থানায় একটি অভিযোগ করেছেন। জানাগেছে, আমুয়া চালিতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাসুম বিল্লাহ উপজেলার মিরুখালী বাজারে ডিসিআর ও পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে প্রায় ২০ বছর ধরে বসবাস করে আসছেন। কিন্তু শিক্ষক মাসুম বিল্লাহ’র সৎ ভাই আঃ গফফারের ছেলে মাসফিকুল আজম রবি ডিসিআর সূত্রে উক্ত জমির অংশীদার দাবী করেন। এঘটনায় ইউপি সদস্য মেহেদী হাসান মেরিন রবির পক্ষ অবলম্বন করে বৃহস্পতিবার দুপুরে ৪০/৫০ জনের একটি বাহীনি নিয়ে শিক্ষক মাসুম বিল্লাহ’র ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে।ওই শিক্ষকের বোন জাহিদা বেগম জানান, মেরিন প্রথমে আমাদের দরজা খুলতে বলে। ঘরে কোন পুরুষ লোক নাই বললে পিছন থেকে ভাংচুর শুরু করে। এ সময় আমরা বাঁধা দিতে গেলে আমাদের চোখে মরিচের গুড়া নিক্ষেপ করে। শিক্ষক মাসুম বিল্লাহ জানান, মাসফিকুল আজম রবি ডিসিআর সূত্রে যে জমি দাবী করেন তা আমার মায়ের নামে পূর্বেই ডিসিআর ছিল। কিন্তু ভূমি অফিস জালিয়াতির মাধ্যমে তাকে আবার ডিসিআর প্রদান করেন। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নূরুল ইসলাম বাদল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। অভিযোগ তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।